Sonakshi Sinha

‘গ্রেফতার’ মেয়ে সোনাক্ষী সিন্‌হা! খবর পেয়ে তড়িঘড়ি কী করেছিলেন শত্রুঘ্ন?

ভিনধর্মে নিজের পছন্দের পাত্রকে বিয়ে করায় নাকি আপত্তি জানায় সিন্‌হা পরিবার। তবে মেয়েকে শত্রুঘ্ন সিন্‌হা যে সবচেয়ে বেশি ভালবাসেন, সেটা নিজেই জানান। ফলে বিয়েতেও আপত্তি করেননি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৫ ১৭:১১
Share:

(বাঁ দিকে) সোনাক্ষী সিন্‌হা, (ডান দিকে) শত্রুঘ্ন সিন্‌হা। ছবি: সংগৃহীত।

জ়াহির ইকবালকে বিয়ে করার পর থেকেই সোনাক্ষী সিন্‌হাকে নিয়ে নানা খবর। অনেকেই বলেছিলেন, অভিনেত্রীর বিয়ের সিদ্ধান্তে নাকি আঘাত পেয়েছে সিন্‌হা পরিবার। ভিনধর্মে নিজের পছন্দের পাত্রকে বিয়ে করায় নাকি আপত্তি জানায় সিন্‌হা পরিবার। তবে মেয়েকে শত্রুঘ্ন সিন্‌হা যে সবচেয়ে বেশি ভালবাসেন, সেটা নিজেই জানান। ফলে বিয়েতেও আপত্তি করেননি। কিন্তু, এ বার গারদের পিছনে কেন সোনাক্ষী?

Advertisement

মাত্র কয়েক বছর আগে সোনাক্ষী একটি প্রসাধনী সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হন। তারই প্রচারস্বরূপ একটি বিজ্ঞাপন প্রকাশ্যে আসে, যেখানে দেখা যায় সোনাক্ষী সিন্‌হাকে গ্রেফতার করা হয়েছে। এমন বিজ্ঞাপন চোখে পড়ে শত্রুঘ্নর। বেজায় ক্ষুব্ধ ও চিন্তিত হয়ে ওই সংস্থার প্রতিষ্ঠাতার সঙ্গে যোগাযোগ করেন তিনি। মেয়েকে নিয়ে যা দেখছেন, সেটার সত্যতা জানতে চান। অভিনেতা বিচলিত হয়ে ওঠেন শ্রীঘরে থাকা সোনাক্ষীর ছবি দেখে। যদিও পরে অভিনেতাকে আশ্বস্ত করতে চিন্তামুক্ত হন তিনি।

অভিনেত্রী অতীতে জানিয়েছিলেন, তাঁর বাড়িতে নিয়মের কড়াকড়ি রয়েছে। মেয়ে প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পর বাড়ি ফেরার একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছিলেন অভিনেত্রীর মা। সেই কারণে অনেক সময় সোনাক্ষীর সঙ্গে বর্তমান স্বামী অর্থাৎ তৎকালীন প্রেমিক জ়াহিরের বেশ রাগারাগিও হয়েছে। যদিও এখন তিনি ঝাড়া হাত-পা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement