Sonakshi Sinha Marriage

ভিন্ন ধর্মে বিয়ে, তাই মেয়ে সোনাক্ষীর উপর রেগে, অনুষ্ঠানে যাবেন না শত্রুঘ্ন?

মেয়ের বিয়েতে দেখা যাবে না শত্রুঘ্ন সিন্‌হাকে? সত্যিটা জানালেন সোনাক্ষীর মামা সেন্সর বোর্ডের প্রাক্তন প্রধান পহেলাজ নিহালনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ জুন ২০২৪ ১৩:৩২
Share:

(বাঁ দিকে) সোনাক্ষী সিন্‌হা (ডান দিকে) শত্রুঘ্ন সিন্‌হা(ডান দিকে)। ছবি: সংগৃহীত।

বিয়ে করতে চলেছেন সোনাক্ষী সিন্‌হা ও জ়াহির ইকবাল। ২৩ জুন রাত ৮টা নাগাদ মুম্বইয়ের এক বিলাসবহুল হোটেলে হবে বিয়ের অনুষ্ঠান। এই মুহূর্তে সোনাক্ষী ও জ়াহিরের বিয়ে নিয়ে সরগরম বলিপাড়া। অন্যান্য তারকারা এর মধ্যেই হবু দম্পতিকে শুভেচ্ছা জানাতে শুরু করে দিয়েছেন। কিন্তু বেঁকে বসেছেন নাকি সোনাক্ষীর বাবা শত্রুঘ্ন সিন্‌হা! মেয়ের বিয়েতে দেখা যাবে না বর্যীয়ান অভিনেতাকে। সত্যিটা জানালেন সোনাক্ষীর মামা তথা সেন্সর বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান পহেলাজ নিহালনি।

Advertisement

এর আগে সোনাক্ষীর বিয়ের পরিকল্পনা নিয়ে শত্রুঘ্ন সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন যে, মেয়ের পছন্দই তাঁদের পছন্দ। কিছু দিন আগেই তিনি বলেছিলেন, ‘‘সোনাক্ষী আমার চোখের মণি। আমার একমাত্র মেয়ে। আমি এক জন গর্বিত বাবা। কারণ, ও অভিনেতা হিসাবে নিজেকে আরও উন্নত করেছে। ‘লুটেরা’ থেকে শুরু করে ‘দহাড়’ আর এখন ‘হীরামন্ডি’। নিজেকে প্রমাণ করেছে সোনাক্ষী।’’

যদিও অভিনেত্রীর মা বেশ কয়েক বছর আগে জানিয়েছিলেন শত্রুঘ্ন নাকি বেশ গোঁড়া কিছু ক্ষেত্রে। মেয়ে ভিন্ন ধর্মের ছেলেকে বিয়ে করছেন, তাতে নাকি মনঃক্ষুণ্ণ বাবা। যদিও এই জল্পনা উড়িয়ে সোনাক্ষীর মামা বলেন, ‘‘ সোনাক্ষী শত্রুঘ্নের প্রাণের থেকেও প্রিয়। মেয়ের উপর বেশি ক্ষণ রাগ করে থাকতে পারেন না। আর ৪০ বছর আগে সে নিজেই তাঁর পছন্দের পাত্রীকে বিয়ে করেন, মেয়ের ক্ষেত্রে খামোকা অন্য নিয়ম হবে কেন? ছেলেমেয়েদের কাছ থেকে অবাঞ্ছিত প্রত্যাশা রাখা উচিত নয়।’’

Advertisement

বিয়ের প্রসঙ্গে শত্রুঘ্ন বলেছিলেন, ‘‘এখনকার ছেলে-মেয়েরা মা-বাবার ইচ্ছা বা অনিচ্ছার তোয়াক্কা করে না। মেয়ে বিয়ে করলে তার প্রতি আমার আশীর্বাদ থাকবে। ওর সিদ্ধান্ত যা-ই হোক, আমার সম্মতি থাকবে। নিজের মনের মতো সঙ্গী বেছে নেওয়ার অধিকার ওর আছে। ওর বিয়েতে আমি সবচেয়ে খুশি হব বাবা হিসাবে। একটাই তো মেয়ে আমার!’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement