Sherlyn Chopra

স্তন নিয়ে আচমকা বিপত্তি, তড়িঘড়ি হাসপাতালে যেতে হল কেন শার্লিন চোপড়াকে?

লাস্যময়ী হতে চেয়েছিলেন শার্লিন। কিন্তু তাতেই লুকিয়েছিলে বিপদ! তড়িঘড়ি হাসপাতালে ছুটতে হয় কেন অভিনেত্রীকে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৫ ২০:৪০
Share:

শার্লিন চোপড়া। ছবি: সংগৃহীত।

শার্লিন চোপড়া। নামটার সঙ্গে আগাগোড়াই জড়িয়ে বিতর্ক। কখনও উগ্র পোশাক, কখনও বা বিতর্কিত মন্তব্য তাঁকে শিরোনামে রাখে। এ বার তিনি ফের চাঞ্চল্য সৃষ্টি করছেন। তিনি জানান, অস্ত্রোপচারের মাধ্যমে স্তনের আকার বাড়িয়েছিলেন। তাতেই শুরু হয় কষ্ট। লাস্যময়ী হতে চেয়েছিলেন শার্লিন। কিন্তু তাতেই লুকিয়েছিলে বিপদ! তড়িঘড়ি হাসপাতালে ছুটতে হয় কেন অভিনেত্রীকে?

Advertisement

বেশ কয়েক বছর আগে কৃত্রিম উপায় স্তনবৃদ্ধি করেন শার্লিন। যার ফলে তাঁর ঊর্ধাঙ্গের ওজন অনেকটা বেড়ে যায়। তার ফলেই শুরু হয় পিঠে ব্যথা। তবে শুধু স্তনে অস্ত্রোপচার করে ক্ষান্ত হননি, সারা মুখে ‘ফিলার’ লাগান শার্লিন। নিজেকে আকর্ষণীয় দেখাতেই বিপুল অর্থ খরচ করেন। কিন্তু সেটাই যেন কাল হয়ে দাঁড়ায়। শার্লিন নিজের ইনস্টাগ্রামে লেখেন, ‘‘২০২৩ সালে অগস্ট মাসে আমি আমার মুখের সমস্ত ফিলার সরিয়ে দিই, যাতে নিজের আসল রূপ দেখতে পাই। পাশাপাশি সম্প্রতি স্তনে অস্ত্রোপচার করাই, যাতে অতিরিক্ত ওজন ছাড়া জীবনযাপন করতে পারি।’’

শার্লিনের আসলে গত কয়েক দিন ধরেই পিঠে , ঘাড়ে, বুকে ব্যথা শুরু হয়। স্তনযুগল অত্যধিক ভারী মনে হতে থাকে। তার পরেই ফের অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নেন। শার্লিন বলেন, ‘‘গত কয়েকদিন ধরে পিঠ, ঘাড়, বুকে ও কাঁধে প্রচণ্ড ব্যথা হচ্ছে। সেই সঙ্গে, আমার স্তনে ভারী বোধ হচ্ছিল। বেশ কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা এবং চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করার পরে আমি জানতে পারি যে, এই ব্যথার আসল কারণ আমার ভারী স্তনযুগল। তাই নিজের স্বাস্থ্যের কথা মাথায় রেখে, আমি ফের ‘ইমপ্লান্ট’ সরিয়ে দিই।’’ এখন তাঁর অবস্থা স্থিতিশীল বলেই জানান অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement