Sherlyn Chopra

পুজো প্যান্ডেলে দুর্গাপ্রতিমার সামনে দাঁড়িয়ে রানি, দেখামাত্র কী করলেন শার্লিন চোপড়া?

সপ্তমীর সন্ধ্যায় রানি মুখোপাধ্যায় দুর্গাপ্রতিমার সামনে দাঁড়িয়ে আছেন। আচমকা এসে কী করলেন শার্লিন চোপড়া যে তাঁকে সরাতে হল অভিনেত্রীর সহকারীকে এসে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৪৩
Share:

রানি মুখোপাধ্যায় এবং শার্লিন চোপড়া। ছবি: সংগৃহীত।

মুম্বইয়ে মুখোপাধ্যায়দের পুজোয় ষষ্ঠী থেকেই তারকাদের ভিড়। রানি মুখোপাধ্যায় থেকে কাজল মুখোপাধ্যায় এই ক’টা দিন এক জায়গায় কাটান এক পরিবারের মতোই। সপ্তমীর সন্ধ্যায় রানি মুখোপাধ্যায় দেবী দুর্গার সামনে দাঁড়িয়ে ছিলেন। আচমকা এসে কী করলেন শার্লিন চোপড়া যে তাঁকে সরাতে হল রানির সহকারীকে এসে?

Advertisement

বলিউডে সামান্য কয়েকটি হিন্দি ছবিতে অভিনয় করলেও সেই ভাবে দাগ ফেলতে পারেননি শার্লি। তবে সমাজমাধ্যমে মাঝেমধ্যে নিজের স্বল্পপোশাক পরা ছবি পোস্ট নজর কাড়েন শার্লিন। তা ছাড়া, রাস্তাঘাটে স্বল্প পোশাকেই বেরিয়ে পড়েন। নিজের ছবি তোলেন, ভি়ডিয়ো করে দৃষ্টি আর্কষণ করেন বলে শোনা যায়। যদিও সপ্তমীর সন্ধ্যায় একেবারে লাল শাড়িতে সেজে মুখোপাধ্যায়দের পুজোয় পৌঁছোন তিনি।

সেখানে তারকারা এসে প্রায়ই পুজোর মঞ্চে উঠে ছবি তোলেন। এ দিন রানি মুখোপাধ্যায়কে দেখামাত্রই মঞ্চে উঠে তাঁর পা ছুঁয়ে প্রণাম করতে যান শার্লিন। বারণ করেন রানি। প্রথমবার অভিনেত্রী বলেন, ‘‘না, পা ছুঁয়ো না, প্রতিমার সামনে পা ছুঁতে নেই।’’

Advertisement

অভিনেত্রী শার্লিনকে সাময়িক ভাবে বিরত করে তাঁর সহ্গে আলিঙ্গনবদ্ধ হন। কিন্তু শার্লিনও নাছোড়! বার বার রানির পায়ের দিকে ঝুঁকে পড়েন। শেষমেশ রানির সহকারী এসে প্রায় ধমক দিয়ে তাঁকে মঞ্চ থেকে নেমে যেতে বলেন। এই ভিডিয়ো ভাইরাল হয়ে যায় সমাজমাধ্যমে। অনেকেই বলতে শুরু,‘‘নিজেই নিজের অপমান করলেন উনি।’’ কেউ লেখেন, ‘‘রানি তো ঠিকই করেছেন।’’

যদিও এ সব সমালোচনায় হেলদোল নেই শার্লিনের। গতবার পুজোর সময়েও নাকি একই কাণ্ড ঘটাতে গিয়েছিলেন। সে বারও বাধা পান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement