Sudhir Dalvi Health Update

‘সাঁইবাবা’ সুধীরের অসুস্থতায় আর্থিক সাহায্য করে কটাক্ষের শিকার রণবীরের দিদি ঋদ্ধিমা! কেন?

অভিনেতার পরিবারের সূত্রে খবর, অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে লীলাবতি হাসপাতালে ভর্তি সুধীর। ইতিমধ্যেই তাঁর চিকিৎসায় ১০ লক্ষ টাকা খরচ হয়ে গিয়েছে। আরও বাড়তে পারে খরচ। সাহায্য করলেন ঋদ্ধিমা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ ১০:৫৯
Share:

সুধীরের চিকিৎসায় সাহায্য করেও কটাক্ষের শিকার ঋদ্ধিমা। ছবি: সংগৃহীত।

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেতা সুধীর দলবী। ১৯৭৭ সালের ‘শিরডী কী সাঁইবাবা’ সিনেমায় সাঁইবাবার চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেছিলেন তিনি। সেপসিসে আক্রান্ত অভিনেতার শরীরে একাধিক জটিলতার সৃষ্টি হয়েছে। ফলে চিকিৎসার খরচ বাড়ছে তড়িৎ গতিতে। অভিনেতার চিকিৎসায় সাহায্য করে কটাক্ষের শিকার রণবীর কপূরের দিদি ঋদ্ধিমা সাহনী।

Advertisement

অভিনেতার পরিবারের সূত্রে খবর, অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে লীলাবতি হাসপাতালে ভর্তি সুধীর। ইতিমধ্যেই তাঁর চিকিৎসায় ১০ লক্ষ টাকা খরচ হয়ে গিয়েছে। পরিবারের দাবি, চিকিৎসকেরা জানিয়েছেন, চিকিৎসার খরচ পৌঁছোতে পারে ১৫ লক্ষ পর্যন্ত। অভিনেতার স্ত্রী সুহাস দলবী সংবাদমাধ্যমকে জানান, ৮ অক্টোবর হঠাৎই শরীরে তীব্র যন্ত্রণা শুরু হয় সুধীরের। সেই সঙ্গে বিভিন্ন অঙ্গও বিকল হওয়ার উপক্রম হয়। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে এলে আইসিইউ-তে ভর্তি করানো হয়। অভিনেতার স্ত্রীর কথায়, “তখন আমরা সেপসিস সংক্রমণের কথা জানতে পারি। যা ওঁর গোটা শরীরের সমস্ত অস্থিসন্ধিতে প্রভাব ফেলেছে। সংক্রমণ রক্তেও ছড়িয়েছে ফলে তাঁর সেরে ওঠার গতি খুব ধীর।” ইতিমধ্যেই তাঁরা আর্থিক সাহায্যের আর্জি জানিয়েছেন সর্বত্র। সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন অভিনেতার ব্যাঙ্কের যাবতীয় তথ্য। পরিবারের তরফে জানানো হয়েছে, সকলে যদি সাহায্য করেন, তা হলেই এই চিকিৎসা করা সম্ভব হবে তাঁদের পক্ষে। না হলে খুবই বিপদে পড়বেন।

এই পোস্ট এক ছবিশিকারি সমাজমাধ্যমে ভাগ করে নেন। সেখানেই মন্তব্য করেন ঋদ্ধিমা। মন্তব্য বিভাগে তিনি লেখেন, “(আর্থিক সাহায্য) করলাম (হাতজোড় করা ইমোজি)। ওঁর দ্রুত আরোগ্য কামনা করছি।” এই মন্তব্যতেই কটাক্ষের বাণ। এক নেটাগরিক সরাসরি আক্রমণ করলেন ঋষি-কন্যাকে। লেখেন, “সাহায্য করার পর এখানে আবার সেটা বলার কী আছে? ফুটেজ চাই নাকি?” যদিও ট্রোলের জবাব দিতে ছাড়েননি ঋদ্ধিমাও। তিনি লেখেন, “জীবনের সবকিছুই দেখনদারি নয়। প্রয়োজনে কাউকে নিজের সাধ্য মতো সাহায্য করতে পারাটাই সবচেয়ে বড় আশীর্বাদ।” আপাতত সুধীরের আরোগ্য কামনায় গোটা বলিউড।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement