Bollywood News

চিকিৎসার জন্য চাই লক্ষ লক্ষ টাকা! ‘সাঁইবাবা’ সুধীরকে সুস্থ করতে কী পদক্ষেপ অভিনেতার পরিবারের?

অভিনেতা সুধীর দলবীকে সকলে এখনও চেনে ‘সাঁইবাবা’ হিসাবেই। তাঁকে এ ছাড়াও অনেক চরিত্রে দেখেছেন দর্শক। বয়স হয়েছে ৮৬ বছর। খুবই অসুস্থ হয়ে পড়েছেন অভিনেতা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ ১৯:২২
Share:

গুরুতর অসুস্থ অভিনেতা সুধীর দলবী। ছবি: সংগৃহীত।

অভিনেতা সুধীর দলবীকে এখনও সাঁইবাবা নামেই চেনেন দর্শকদের একাংশ। গত ৮ অক্টোবর থেকে হাসপাতালে ভর্তি রয়েছেন পর্দার ‘সাঁইবাবা’। চিকিৎসার খরচ জোগাতে হিমশিম অবস্থা পরিবারের। ১৯৭৭ সালে মুক্তি পেয়েছিল মনোজ কুমার অভিনীত ছবি ‘শিরডী কী সাঁইবাবা’। সেই ছবিতে অভিনেতাকে দর্শক দেখেছিলেন সাঁইবাবার চরিত্রে। কী হয়েছে সেই অভিনেতার?

Advertisement

৮৬ বছরের সুধীরের সারা শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। চিকিৎসার যা খরচ তা সবটা জোগানোর সামর্থ্য নেই পরিবারের। বেশ কিছু সিনেমা এবং ধারাবাহিকে সুধীরকে দেখা গিয়েছে। তবে অনেক বেশি ছবিতে যে তিনি অভিনয় করেছেন তা নয়। ইতিমধ্যেই তাঁর হাসপাতালের বিল হয়ে গিয়েছে ১০ লক্ষ টাকা। চিকিৎসকদের অনুমান, শীঘ্রই এই বিল বেড়ে দাঁড়াবে প্রায় ১৫ লক্ষ। অভিনেতার পরিবারের কপালে চিন্তার ভাঁজ।

ইতিমধ্যেই তাঁরা আর্থিক সাহায্যের আর্জি জানিয়েছেন সর্বত্র। সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন অভিনেতার ব্যাঙ্কের যাবতীয় তথ্য। পরিবারের তরফে জানানো হয়েছে, সকলে যদি সাহায্য করেন, তা হলেই এই চিকিৎসা করা সম্ভব হবে তাঁদের পক্ষে। না হলে খুবই বিপদে পড়বেন। প্রসঙ্গত, অভিনেতা সুধীরকে ২০০৬ সালে টেলিভিশনের একটি অনুষ্ঠানে শেষ বার দেখা গিয়েছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement