কোন ভুল স্বীকার করলেন মাহিয়া মাহি? ছবি: সংগৃহীত।
তাঁর প্রথম বিয়ে ভেঙেছে অনেক দিন হল। ২০২১ সালে রাকিব সরকারকে বিয়ে করেছিলেন ও পার বাংলার নায়িকা মাহিয়া মাহি। দেড় বছর আগে দ্বিতীয় বিয়ের বিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন নায়িকা। কিন্তু এখন সবটাই রাগের বশে বলা কথা বলে জানিয়েছেন অভিনেত্রী।
সম্প্রতি স্বামী রাকিবের সঙ্গে মাহির ছবি ছড়িয়ে পড়েছে। তার পর থেকেই আলোচনা শুরু। বিচ্ছেদের ঘোষণার পর তাঁরা আবার এক কী করে হলেন? এ প্রসঙ্গে বাংলাদেশের সংবাদমাধ্যমকে অভিনেত্রী বলেন, “আমি রাগের মাথায় ডিভোর্সের কথা বলেছিলাম। আসলে আমাদের ডিভোর্স হয়নি, নিয়মিত যোগাযোগ হচ্ছে।” কিন্তু এখন আমেরিকায় থাকেন মাহি। তা হলে স্বামীর সঙ্গে কী করে ছবি তুললেন? প্রশ্ন অনুরাগীদের।
এই প্রসঙ্গে অভিনেত্রীর স্পষ্ট জবাব, “ছবিটা আমরা ভারতে তুলেছিলাম। কিন্তু তখন কোথাও পোস্ট করা হয়নি। কিন্তু এখন উইকিপিডিয়ায় দেখাচ্ছে আমাদের ডিভোর্স হয়েছে। সেই ভুল বোঝাবুঝি মেটাতেই এই ছবি দিয়েছি। পাসপোর্টেও লেখা আছে বিবাহিত।”
২০২৩ সালে কী বলেছিলেন অভিনেত্রী? তিনি বলেছিলেন, “আমরা দু’জনেই চেষ্টা করেছি। যখন দেখেছি চেষ্টা করেও লাভ হচ্ছে না, তখন আসলে চেষ্টাটা ছেড়ে দিয়েছি। একসঙ্গে থেকে তিক্ত হওয়ার চেয়ে বন্ধুত্বটা থাকা ভাল। যেহেতু ও ফারিশের বাবা এবং এখনও ওর সঙ্গে আমার কথা হয় নিয়মিত, যোগাযোগ আছে। ফারিশকে নিয়ে কথা হয়, ফারিশের কী প্রয়োজন। ও খুব যত্নবান একজন মানুষ। ওর সঙ্গে আমার সম্পর্ক নেই, কিন্তু ও ফারিশের ব্যাপারে এতটা কেয়ারিং, আমার মনে হয় পৃথিবীতে এমন বাবা পাওয়াটা খুব শক্ত।” উল্লেখ্য, মাহিকে অনেক দিন পর্দায় দেখা যায়নি।