সত্যিই কি সম্পর্কে জড়িয়েছেন ঊষসী এবং সুস্মিত? ছবি: সংগৃহীত।
একসঙ্গে অভিনয়ের সূত্রে আলাপ। আর শুটিং সেটেই প্রেম। টলিপাড়ায় এই ঘটনা ঘটে প্রায়ই। ‘গৃহপ্রবেশ’ ধারাবাহিকের সেটেও নাকি প্রেমের আমেজ! নায়িকা ঊষসী রায়ের প্রেমে নাকি হাবুডুবু খাচ্ছেন ধারাবাহিকের নায়ক সুস্মিত মুখোপাধ্যায়। সত্যিই কি তাই?
স্টুডিয়োপাড়ার অন্দরের গুঞ্জন একসঙ্গে তাঁরা নাকি ঘুরতেও গিয়েছিলেন। যদিও একসঙ্গে তাঁদের কোনও ছবি বা ভিডিয়ো দেখা যায়নি। এ প্রসঙ্গে ঊষসীর সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর থেকে কোনও সদুত্তর পাওয়া যায়নি। উল্টে এ প্রসঙ্গে নায়িকা বলেন, “পুজোর ছুটিতে আমি গোয়া ঘুরতে গিয়েছিলাম। সারা বছর কাজের চাপে একেবারেই ছুটি পাই না। খুব ভাল ঘুরেছি। দারুণ দারুণ খাবার খেয়েছি। ব্যস এটুকুই।”
ঊষসী এবং সুস্মিতের জুটিই প্রথম নয়। ধারাবাহিকের অনেক জুটিকেই বাস্তবে মিলিয়ে দেওয়ার চেষ্টা করে তাঁদের অনুরাগীরা। ইদানীং কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে এই প্রবণতা আরও বেড়ে গিয়েছে। নায়ক-নায়িকার ছবি নিয়ে নিজের মনের মতো করে গল্প তৈরি করে সমাজমাধ্যমে ভাগ করে নেওয়ার ধারা তৈরি হয়েছে অনুরাগীদের মধ্যে, যা ঊষসী এবং সুস্মিতের ছবি নিয়েও করা হয়েছে। ইন্ডাস্ট্রির অন্দরের আলোচনা অনুযায়ী আদৌ কি সুস্মিত এবং ঊষসী সম্পর্কে রয়েছেন? সেই উত্তর অধরা।