মেয়ে কোয়েলকে পুরনোদিনের কোন গল্প শোনালেন বাবা রঞ্জিত? ছবি: সংগৃহীত।
১৬ বছর পরে বড়পর্দায় একসঙ্গে ফিরেছেন রঞ্জিত মল্লিক এবং কোয়েল মল্লিক। ‘স্বার্থপর’ ছবিতে বাবা আইনজীবী আর তাঁর মক্কেল হলেন মেয়ে। ছবির প্রচারপর্বে নানা ধরনের প্রশ্নের সম্মুখীন হয়েছেন তাঁরা। এ বার বাবা রঞ্জিতকে প্রশ্ন করলেন মেয়ে কোয়েল। ফ্রেমবন্দি আনন্দবাজার ডট কম-এর ক্যামেরায়।
প্রায় ৫৫ বছরের অভিনয়জীবন রঞ্জিতের। উত্তমকুমারের সঙ্গে অনেক কাজ করেছেন তিনি। কাজ করেছেন সুচিত্রা সেনের সঙ্গেও। মেয়ের সঙ্গে কথা বলতে বলতে সেই পুরনো দিনে ফিরে গেলেন বর্ষীয়ান অভিনেতা। পেশাদারিত্ব কাকে বলে, তা দুই অভিনেতার থেকে শিখেছেন বলে জানালেন। উত্তমকুমার যত না গম্ভীর ছিলেন, তার চেয়েও রাশভারী মানুষ ছিলেন সুচিত্রা সেন, বলেন অভিনেতা।
কোয়েলকে পেশাদারিত্ব প্রসঙ্গে রঞ্জিত বলেন, “অনেকের মুখেই শুনেছি ‘সপ্তপদী’ ছবির এক ঘটনা। শুনেছিলাম, সেই সময় তাঁদের মধ্যে কোনও ভুল বোঝাবুঝি হয়েছিল। তাই নাকি কথা বন্ধ ছিল। কিন্তু কাজে তার কোনও প্রভাব পড়তে দেননি। ‘এই পথ যদি না শেষ হয়’ গানের কোনও দৃশ্য দেখে কি বোঝা যায় যে তখন নাকি তাঁদের মধ্যে কথা ছিল না! এটাকেই বলে পেশাদারিত্ব।” মোহিত হয়ে বাবার পুরো কাহিনি শুনছিলেন কোয়েল। আবার কবে বাবা-মেয়ের এই যুগলবন্দি পর্দায় দেখবে দর্শক? উপযুক্ত চিত্রনাট্য এবং চরিত্রের অপেক্ষায় রয়েছেন দু’জনেই।