পেশাজীবন নিয়ে অকপট পরমব্রত চট্টোপাধ্যায়। ছবি: ফেসবুক।
কবে কাজে ফিরবেন পরমব্রত চট্টোপাধ্যায়? কৌতূহল বাড়ছে টলিউডের অন্দরে। সন্তান নিষাদের জন্মের আগে আনন্দবাজার ডট কমকে অভিনেতা জানিয়েছিলেন, তিনি পিতৃত্বকালীন ছুটি নেবেন। সন্তানের একটু একটু করে বেড়ে ওঠা উপভোগ করবেন।
পুত্র একটু বড় হয়েছে। পরমব্রত দুর্গাপুজো, কালীপুজোয় পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়ির বিজয়া সম্মিলনীতে ছিলেন। মঙ্গলবারও তাঁকে দেখা গেল দমদমের একটি জগদ্ধাত্রীপুজোয়। পাশাপাশি খবর, আসন্ন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সাংসদ-অভিনেত্রী জুন মালিয়ার সঙ্গে সঞ্চালনা করবেন তিনি।
সেই অর্থে পরিবার, উৎসব নিয়ে ব্যস্ত তিনি। কিন্তু অভিনয় বা পরিচালনায় তাঁকে এখনও কেউ দেখতে পাচ্ছেন না! কেন? প্রশ্ন বিভিন্ন মহলে।
টলিউডের অন্দরে গুঞ্জন, ফেডারেশন-পরিচালক কাজিয়ার রেশ নাকি এখনও কাটেনি। যে ১৩ জন পরিচালক ফেডারেশনের বিরুদ্ধে হাই কোর্টে মামলা করেছিলেন, এই অভিনেতা-পরিচালক তাঁদের অন্যতম। মামলা খারিজ হয়ে গেলেও প্রকাশ্যে ফেডারেশনের বিরোধিতা করায় নাকি কোপ পড়ে তাঁর উপরে।
এখন শোনা যাচ্ছে, তিনি নাকি কাজে ফেরার জন্য ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের সঙ্গে দেখা করবেন। পরমব্রতকে নিয়ে ছড়ানো এই গুঞ্জন কতটা সত্যি? পুরনো ভুল বোঝাবুঝি মেটানোর জন্য সত্যিই কি তিনি ফেডারেশন সভাপতির দ্বারস্থ হবেন? তিনি কি কোনও বিশেষ প্রার্থনা জানাতেই জগদ্ধাত্রীপুজোয় গিয়েছিলেন?
আনন্দবাজার ডট কম প্রশ্ন করেছিল তাঁর কাছে। পরমব্রত এক এক করে জবাব দিয়েছেন। তাঁর কথায়, “আমি ঈশ্বরবিশ্বাসী, এ কথা কখনও অস্বীকার করিনি। এর আগে জগদ্ধাত্রীপুজোয় যোগ দিইনি। কোনও দিন চন্দননগরে পুজো দেখতে যাওয়াও হয়নি। ফলে, এই পুজোর আড়ম্বর সম্পর্কেও ওয়াকিবহাল ছিলাম না। পুজো উদ্যোক্তারা বিশেষ আমন্ত্রণ জানানোয় সপ্তমীর দিন মণ্ডপে উপস্থিত ছিলাম।” প্রার্থনা প্রসঙ্গে তাঁর বক্তব্য, তিনি ছোট থেকে শুনেছেন, প্রার্থনা জানাতে নেই। প্রার্থনাকারীর একান্ত ব্যক্তিগত বিষয় সেটি। তাই তিনিও এ বিষয়ে কিছু জানাতে নারাজ।
এর পরেই কাজে ফেরা নিয়ে বলেছেন, “কিছু মনোমালিন্য, কিছু ভুল বোঝাবুঝি ফেডারেশনের সঙ্গে হয়েছিল। আমি আশাবাদী, সেই মনোমালিন্য এবং ভুল বোঝাবুঝি মেটানো সম্ভব হবে। সেটা নিজেদের মধ্যে আলোচনা করেই হবে। অন্য কোনও পন্থায় নয়। সেই রাস্তায় ইতিবাচক কিছু পদক্ষেপ আশা করি আগামী দিনে নেওয়া সম্ভব হবে।” সে বিষয়ে এখনই বিশদ কিছু বলতে নারাজ তিনি। নির্দিষ্ট সময়ে সে সম্বন্ধে সকলেই জানতে পারবেন, এমনই বক্তব্য তাঁর।