সলমনের শার্টলেস সেলফি

শার্ট খোলাটা যেন তাঁর একচেটিয়া এক্তিয়ার! অন্তত বলিউডের ক্ষেত্রে এ রকম একটা দাবি করতেই পারেন সলমন খান। প্রত্যেকটা ছবিতেই যে তাঁর জামা খুলে ফেলার একটা দৃশ্য বিশেষ ভাবে বরাদ্দ করেন পরিচালক-প্রযোজকরা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৫ ১৫:২৮
Share:

সলমনের সেই সেলফি।

শার্ট খোলাটা যেন তাঁর একচেটিয়া এক্তিয়ার! অন্তত বলিউডের ক্ষেত্রে এ রকম একটা দাবি করতেই পারেন সলমন খান। প্রত্যেকটা ছবিতেই যে তাঁর জামা খুলে ফেলার একটা দৃশ্য বিশেষ ভাবে বরাদ্দ করেন পরিচালক-প্রযোজকরা। তবে, এ বার আর জামা খুলে ভক্তদের দেখানোর জন্য পরিচালক-প্রযোজকদের জন্য অপেক্ষা করে বসে রইলেন না নায়ক। জামা খুললেন এবং সটান সেলফি তুলে ছেড়ে দিলেন সোশ্যাল মিডিয়ায়।

Advertisement

তার পর? যা হওয়ার, তাই হয়েছে! সলমনের চার চারটে শার্টলেস সেলফি-ই এই মুহূর্তে ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। সেই ছবি ইতিমধ্যেই ঘুরছে হাত থেকে হাতে।

কিন্তু, জামা ছাড়া সলমন খানকে যে এই প্রথম বার দেখা গেল, তেমনটা তো নয়! তবে কেন এই সেলফি নিয়ে এত শোরগোল?

Advertisement

কারণটা একেবারেই সেলিব্রিটির ব্যক্তিগত জীবনের এক ঝলক দেখে নেওয়া! যে চারটে ছবি এক ফ্রেমে কোলাজ করে পোস্ট করেছেন সলমন, তাতে তাঁর শোওয়ার ঘরের এক ঝলক দেখা যাচ্ছে। খুব টাইট ফ্রেম— বিছানা, আর সাদা চাদরে কোমর থেকে ঢাকা সলমন খান ছাড়া আর কিছুই চোখে পড়ে না। তাহলে?

এই ছবিতে সলমন খানকে দেখা গিয়েছে মেক-আপ ছাড়া। মেক-আপ ছাড়া বলিউডের ক’জন অভিনেতাকেই বা আর রোজ রোজ দেখা যায়?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement