Dipika Kakar Health Update

১৪ ঘণ্টা ওটিতে, লিভার ক্যানসারের দ্বিতীয় পর্যায়ে রয়েছেন দীপিকা, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

মঙ্গলবার অস্ত্রোপচার হবে, সেটা আগেই জানিয়েছিলেন অভিনেত্রীর স্বামী শোয়েব ইব্রাহিম। উদ্বেগে ছিলেন তাঁর অনুরাগীরা। অস্ত্রোপচার হয়েছে ১৪ ঘণ্টা ধরে, এখন কেমন আছেন দীপিকা?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ জুন ২০২৫ ১৫:৪৭
Share:

শোয়েব ইব্রাহিম এবং দীপিকা কক্কর। ছবি: সংগৃহীত।

অভিনেত্রী দীপিকা কক্করের যকৃতের বাঁ দিকে যে টিউমারটি ধরা পড়েছিল, তা যত দ্রুত সম্ভব অস্ত্রোপচার করাতে হবে বলেই জানিয়েছিলেন চিকিৎসকেরা। সেটির আকার ছিল টেনিস বলের সাইজ়ের। কিন্তু অস্ত্রোপচারে দেরি হচ্ছিল। চিকিৎসকেরা তখনও তেমন কিছুই করে উঠতে পারেননি। কারণ, তখনও বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন ছিল। সেগুলি শেষ না হওয়া পর্যন্ত অস্ত্রোপচার করতে পারছিলেন না চিকিৎসকেরা। পাশাপাশি, চিন্তা ছিল ওই টিউমারে বাসা বেঁধেছে ক্যানসারের জীবাণু। মঙ্গলবার অস্ত্রোপচার হবে সেটা আগেই জানিয়েছিলেন অভিনেত্রীর স্বামী শোয়েব ইব্রাহিম। উদ্বেগে ছিলেন তাঁর অনুরাগীরা। অবশেষে নির্দিষ্ট দিনেই অস্ত্রোপচার হয়েছে, ১৪ ঘণ্টা ধরে। এখন কেমন আছেন দীপিকা?

Advertisement

শোয়েব জানান, ১৪ ঘণ্টা অপারেশন কক্ষে ছিলেন দীপিকা, লম্বা সময় ধরে চলেছে অস্ত্রোপচার। এই মুহূর্তে আইসিইউয়ে আছেন। শোয়েবের কথায়, ‘‘ দুঃখিত, মঙ্গলবার রাতে আমি আপনাদের দীপিকার খবর দিতে পারিনি, দীর্ঘক্ষণ ধরে অস্ত্রোপচার হয়েছে। ১৪ ঘণ্টা ধরে ওটি-তে ছিল। কিন্তু আল্লার কৃপায় সব কিছু ঠিকঠাক হয়েছে। দীপিকা বর্তমানে আইসিইউয়ে আছে। ব্যথা আছে। তবে সে এখন স্থিতিশীল এবং ঠিক আছে। আপনাদের সকলকে ধন্যবাদ, আপনাদের ভালোবাসা, প্রার্থনা এবং সমর্থনের জন্য, আমি কৃতজ্ঞ। দীপিকা আইসিইউ থেকে বেরিয়ে এলে আমি আপনাদের সবাইকে ওর স্বাস্থ্যর খবর দেব, আবারও ধন্যবাদ। ওর জন্য প্রার্থনা করতে থাকুন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement