Director-Federation Controversy

ওঁরা নিশ্চিন্তে কাজ করতে চান! তাই পরিচালক গিল্ড ছাড়লেন পরিচালক শ্রীজিৎ-সহ এক ঝাঁক সদস্য?

একের পর এক সদস্য পরিচালক গিল্ড ছাড়ছেন। টলিউডে প্রশ্ন, কারও কোপ এড়াতেই কি এই পদক্ষেপ?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জুন ২০২৫ ২১:৩৮
Share:

প্রতীকী ছবি। ফাইল চিত্র।

শুরু করেছিলেন পরিচালক রাহুল মুখোপাধ্যায়। তাঁর মতোই ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া বা পরিচালক গিল্ড ছেড়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, মানসী সিংহ-সহ অনেকেই। বুধবার সন্ধ্যায় ছড়িয়ে পড়ে, আবারও এক ঝাঁক সদস্য ইস্তফা দিলেন সংগঠন থেকে। তালিকায় পরিচিত নাম সংগঠনের সহ সম্পাদক শ্রীজিৎ রায়। এ ছাড়াও আছেন, দেবাশিস চক্রবর্তী, নীতিন মান্না, অয়ন চক্রবর্তী প্রমুখ। এঁরা কাজ করতে চান বলেই নাকি সংগঠন ছাড়ছেন, এমনও কানাঘুষো শোনা যাচ্ছে। বিষয়ের সত্যতা যাচাই করতে আনন্দবাজার ডট কম যোগাযোগ করেছিল সংগঠনের সভাপতি সুব্রত সেন, সম্পাদক সুদেষ্ণা রায়ের সঙ্গে। উভয়েই জানান, তাঁদের কানেও খবর এসে পৌঁছেছে। যোগাযোগের চেষ্টা করা হয়েছিল শ্রীজিতের সঙ্গেও। তাঁর ফোন বেজে গিয়েছে।

Advertisement

পরিচালক-ফেডারেশন দ্বন্দ্বে নতুন পরিচালক গিল্ড নামে পরিচিত ডিএইআই-এর সদস্যরা প্রত্যক্ষ ভূমিকা নিয়েছিলেন। যার জেরে রাহুল কৌশিক, শ্রীজিৎ, সংগঠনের সম্পাদক সুদেষ্ণা রায়ের কাজ নানা ওজর দেখিয়ে বন্ধ করে দেয় ফেডারেশন। সংগঠনের সভাপতি স্বরূপ বিশ্বাস নতুন পরিচালক গিল্ডের সদস্যদের মান্যতা না দেওয়ার সিদ্ধান্ত নেন। সে কথা তিনি আনুষ্ঠানিক ঘোষণাও করেন। এর পরেই একে একে পরিচালকেরা ডিএইআই-এর সদস্যপদ ছাড়তে শুরু করেন। যাতে আগামী দিনে তাঁদের উপরে ফেডারেশনের কোপ না পড়ে। তাঁরা যাতে নির্বিঘ্নে কাজ করতে পারেন।

এ রকমই কোনও কারণের জন্যই কি একে একে গিল্ড ছাড়ছেন সদস্যরা?

Advertisement

প্রশ্ন ছিল সুব্রত এবং সুদেষ্ণার কাছে। উভয়েরই বক্তব্য, “কী কারণে সদস্যরা গিল্ড ছাড়ছেন আমাদের কাছে স্পষ্ট নয়। আমরা গিল্ড ছাড়ছি না। একই ভাবে যে ১৫ জন পরিচালক ফেডারেশনের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করেছেন তাঁরাও পিছু হটছেন না। এর বাইরে কিছু বলার নেই।” সুদেষ্ণা ব্যস্ত তাঁর আসন্ন ছবি ‘আপিস’-এর প্রচারকাজ নিয়ে। খবর, সুব্রত, সুদেষ্ণার মতোই পরিচালক গিল্ড ছাড়ছেন না পরমব্রত চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, সহ সভাপতি রানা বন্দ্যোপাধ্যায়, কোষাধ্যক্ষ কৃষ্ণ কর, শোভন দাশগুপ্ত-সহ অনেকেই।


আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement