Pratik Shah Row

সৌরভের জীবনীছবি থেকে ‘বাদ’! হেনস্থার অভিযোগ প্রমাণিত না হলে কি থাকবেন চিত্রগ্রাহক প্রতীক?

মাথার উপরে যৌন হেনস্থার অভিযোগ। প্রতীক শাহের উপরে নেমে আসতে পারে বড় কোপ। বাদ পড়তে পারেন ‘মহারাজ’-এর জীবনীছবি থেকে?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জুন ২০২৫ ১৭:৪১
Share:

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে থাকছেন চিত্রগ্রাহক প্রতীক শাহ? ছবি: সংগৃহীত।

চিত্রগ্রাহক প্রতীক শাহের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনীছবিতে কাজের সুবাদে তিনি নাকি ২০ জন মহিলার থেকে নগ্ন ছবি চেয়েছিলেন। এই খবর প্রকাশ্যে আনেন পরিচালক অভিনব সিংহ। তাঁর অভিযোগ, এর আগেও নাকি প্রতীক একই কাণ্ড ঘটিয়েছিলেন। চার বছর আগে তাঁর বিরুদ্ধে এক তরুণী চিত্রগ্রাহকেরও একই অভিযোগ ছিল। সে সময় খবর প্রকাশ্যে আসতেই নাকি তড়িঘড়ি ক্ষমা চেয়েছিলেন অভিযুক্ত চিত্রগ্রাহক।

Advertisement

এই খবর যখন প্রকাশ্যে আসে তখন প্রতীক সৌরভের জীবনীছবির ‘রেকি’ করতে লন্ডনে। দেশে তখন তাঁর বিরুদ্ধে তীব্র ক্ষোভ, ধিক্কার, প্রতিবাদ দানা বাঁধছে। এর পরেই শোনা যায়, ছবির কাজ এমনিতেই ক্রমাগত পিছোচ্ছে। কাজ শুরুর আগেই যদি তার বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির মতো গুরুতর অভিযোগের তকমা এঁটে যায় তা হলে আরও বিপদ। তাই ছবির প্রযোজক লাভ রঞ্জন চিত্রগ্রাহকের পদ থেকে সরিয়ে দিচ্ছেন প্রতীককে।

এমন খবরে যখন বিনোদন মহল তোলপাড়, তখনই ঘনিষ্ঠ মহল সূত্রের খবর, প্রতীক শাহকে চিত্রগ্রাহকের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, এই খবর সঠিক নয়। তাঁর বিরুদ্ধে পরিচালক অভিনব অভিযোগ এনেছেন ঠিকই। কিন্তু লিখিত কোনও অভিযোগ এখনও দায়ের হয়নি। একই ভাবে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিতও হয়নি। যতক্ষণ এক জনের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হয় ততক্ষণ পর্যন্ত অভিযুক্তকে কাজ থেকে সরানো যায় না বলে অনেকের মত। বরং অভিযুক্তের সঙ্গে তেমন কিছু ঘটলে তা আইনের চোখে দণ্ডনীয় অপরাধও। তাই প্রতীককে সরিয়ে দেওয়ার খবরটি নাকি নিছক গুঞ্জন বলেই শোনা যাচ্ছে। প্রযোজনা সংস্থা এখনও এ রকম কোনও পদক্ষেপ করেনি। একই ভাবে প্রতীকের অভিযোগ প্রমাণিত না হলে তিনিই সম্ভবত সৌরভের জীবনীছবির চিত্রগ্রাহকের দায়িত্ব সামলাবেন।

Advertisement

ছবি তৈরির আগেই ঘটনার ঘনঘটায় তাঁর জীবনীছবি ‘টক অফ দ্য টাউন’। প্রতীকের বিষয়ে সৌরভের কী মত?

ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়কের হয়ে জবাব দিয়েছেন তাঁর আপ্ত সহায়ক তানিয়া গঙ্গোপাধ্যায়। তানিয়া বলেছেন, “কে প্রতীক শাহ? আমরা তাঁকে চিনিই না। ওঁর সম্বন্ধে কী অভিযোগ, সেটাও জানি না। যদি কোনও পদক্ষেপ করা হয় তা হলে সেটি মুম্বই থেকে প্রযোজনা সংস্থা করবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement