বৃহস্পতি তুঙ্গে

সময়টা এখন টাইগার শ্রফেরই। সবে এক সপ্তাহ হল ‘বাগী টু’ মুক্তি পেয়েছে। এর মধ্যেই তা একশো কোটির গণ্ডি পার করে ফেলেছে। তার পর ধরুন, ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’-এর কথা। এ ছবিতে টাইগার থাকবেন, তা বহু দিন আগে ঘোষণা হয়ে থাকলেও শুটিং এগোনোর লক্ষণ কিন্তু ছিল না।

Advertisement
শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০১৮ ০০:০০
Share:

টাইগার

সময়টা এখন টাইগার শ্রফেরই। সবে এক সপ্তাহ হল ‘বাগী টু’ মুক্তি পেয়েছে। এর মধ্যেই তা একশো কোটির গণ্ডি পার করে ফেলেছে। তার পর ধরুন, ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’-এর কথা। এ ছবিতে টাইগার থাকবেন, তা বহু দিন আগে ঘোষণা হয়ে থাকলেও শুটিং এগোনোর লক্ষণ কিন্তু ছিল না।

Advertisement

‘বাগী টু’র বক্স অফিস ফলাফল দেখে সম্ভবত ধর্মা প্রোডাকশন নড়েচড়ে বসেছে এবং শনিবার থেকেই দেহরাদূনে শুরু হতে চলেছে ‘স্টুডেন্ট...’-এর শুটিং।

শোনা যাচ্ছে, দেহরাদূন, মুসৌরি ও ঋষিকেশের নৈসর্গিক সৌন্দর্যে দু’মাস ধরে শুটিং করবেন টাইগার ও তাঁর দুই নায়িকা অনন্যা পাণ্ডে ও তারা সুতারিয়া। তার পর সপ্তাহ খানেকের শুটিং শেডিউল দিল্লিতে।

Advertisement

তারা ও অনন্যা

কিছু দিনের বিরতির পর পুণেতেও থাকবে মাসখানেকের শেডিউল, সেখানে কলেজের অংশগুলো শুট করা হবে। এ বছর নভেম্বরে মুক্তি পেতে চলেছে প্রতীক্ষিত ছবিটি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement