Viral Video

বন্ডাই সৈকতে পড়ে মালিকের গুলিবিদ্ধ নিথর দেহ, আগলে বসে থাকল পোষ্য কুকুর, ভাইরাল ভিডিয়োয় চোখ ভিজল নেটপাড়ার

গত রবিবার দুপুরে বন্ডাই সৈকতে সিডনির ইহুদি গোষ্ঠীর হনুক্কাহ্‌ উৎসবে আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকে পড়েছিলেন সাজিদ। সঙ্গে ছিলেন তাঁর পুত্র নবিদ। এলোপাথাড়ি গুলি চালান তাঁরা। মাত্র ১০ মিনিটের সেই হামলায় ১৫ জনের মৃত্যু হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫ ১২:১২
Share:

মালিকের দেহের কাছে এগিয়ে যাচ্ছে পোষ্য কুকুর। ছবি: এক্স থেকে নেওয়া।

মালিকের গুলিবিদ্ধ নিথর শরীর মাটিতে পড়ে। তখনও এলোপাথাড়ি গুলি চলে যাচ্ছে। তার পরেও মালিকের মৃতদেহের পাশ ছেড়ে যেতে চাইল না পোষ্য কুকুর! অস্ট্রেলিয়ার বন্ডাই সৈকতের নৃশংস ঘটনার সময়ের তেমনই একটি ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। চোখ ভিজেছে নেটাগরিকদের। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

গত রবিবার দুপুরে বন্ডাই সৈকতে সিডনির ইহুদি গোষ্ঠীর হনুক্কাহ্‌ উৎসবে আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকে পড়েছিলেন সাজিদ। সঙ্গে ছিলেন তাঁর পুত্র নবিদ। এলোপাথাড়ি গুলি চালান তাঁরা। মাত্র ১০ মিনিটের সেই হামলায় ১৫ জনের মৃত্যু হয়। পুলিশের গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় সাজিদের। হাসপাতালে চিকিৎসাধীন তাঁর পুত্র।

এর মধ্যেই সম্প্রতি সমাজমাধ্যমে প্রকাশ্যে আসা একটি হৃদয়বিদারক ভিডিয়ো হইচই ফেলেছে। ভিডিয়োয় দেখা গিয়েছে, সাজিদ-নবিদের প্রাণঘাতী হামলার পর বন্ডাই সৈকতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সৈকতেই পড়ে রয়েছে তাঁর নিথর দেহ। তবে সেই দেহ আগলে রয়েছে মৃতের পোষ্য একটি বার্নিজ় মাউন্টেন কুকুর। মালিকের দেহের পাশ থেকে নড়তেই চাইছে না সে। একের পর এক গুলি চললেও ঘটনাস্থল ছেড়ে পালায়নি সে। অন্য দিকে, সৈকতের মধ্যে আতঙ্কে দৌড়োদৌ়ড়ি করতে দেখা গিয়েছে অন্য পর্যটকদের। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

Advertisement

ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘আরওয়াইবি এডুকেশন’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর কুকুরটির নিরাপত্তা এবং এখন সে কোথায় আছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নেটাগরিকেরা। অনেকে ভিডিয়োটি দেখে দুঃখপ্রকাশও করেছেন। ভিডিয়োটি দেখে চোখের জল আটকে রাখতে পারেননি বলেও জানিয়েছেন নেটাগরিকদের একাংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement