ফের বিপদে সলমন খান? ছবি: সংগৃহীত।
সম্প্রতি আরবাজ় খান এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘দবং ৪’ তৈরি হবে। তাঁর এই একটি কথাতেই চওড়া হাসি সলমন খানের অনুরাগীদের মুখে। ‘ভাইজান’-এর ভাই পাশাপাশি এ-ও জানিয়েছেন, কবে থেকে শুটিং শুরু বা ছবি কবে মুক্তি পাবে— সে সব কিছুই ঠিক হয়নি। কথা চলছে সলমনের সঙ্গে।
খুশির খবর ছড়াতে না ছড়াতেই সমাজমাধ্যমে ভাইরাল একটি মনখারাপ করা খবরও। সেটিও সলমনকে নিয়েই। জ্যোতিষী গীতাঞ্জলি সাক্সেনার পর জ্যোতিষী সুশীল কুমার সিংহ-ও এক পডকাস্টে জানিয়েছেন, এখনই নতুন কোনও ছবি না করাই উচিত সলমনের। কারণ, নতুন বছর তাঁর জন্য খুব শুভ নয়!
২০২৫ শেষের পথে। দেড়মাস পরেই ক্যালেন্ডারে জ্বলজ্বল করবে সাল ২০২৬। কেমন কাটবে নতুন বছর? কী কী ভাল ঘটতে চলেছে ২০২৬ সালে? জানার আগ্রহ প্রায় সমস্ত সাধারণ মানুষের। নিজেদের ভবিষ্যৎ জানার পাশাপাশি তারা কৌতূহলী তারকাদের ভবিষ্যৎ নিয়েও। পডকাস্টটিতে তাই জ্যোতিষী সুশীল কুমার সিংহ তারকাদের নতুন বছর নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন। সেখানেই তাঁকে বলতে শোনা গিয়েছে, ২০২৬ শাহরুখ খানের জীবনে আরও উন্নতি নিয়ে আসবে। তার কারণও ব্যাখ্যা করেছেন। জ্যোতিষীর মতে, ঈশ্বরের বরপুত্র এই প্রযোজক-অভিনেতা। তাই স্বাস্থ্যের পাশাপাশি পেশাজীবনও সমৃদ্ধ হবে তাঁর।
এর পরেই তিনি সলমনের বিষয়ে জানিয়েছেন। তাঁর গণনা অনুযায়ী, ২০২৬ খুবই অশুভ অভিনেতার পক্ষে। কোনও ছবি ভাল ফল দেবে না। তাই এ বছর সলমনের নতুন ছবিমুক্তি বা নতুন ছবির শুটিং শুরু করা উচিত নয় বলেই মত তাঁর। পাশাপাশি শরীর-স্বাস্থ্য ভাল না-ও যেতে পারে বলে জানিয়েছেন তিনি।