Selim khan

সুশীলা থেকে হলেন সলমা, কেন সেলিম খানকে দেখে আপত্তি জানান সলমনের দাদু?

সলমার বাবা-মায়ের সঙ্গে দেখা করতে যান সেলিম। সেখানেই তৈরি হয় প্রতিবন্ধকতা। ঠিক কী ঘটেছিল?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৫ ১৭:৪৮
Share:

(বাঁ দিক থেকে) সেলিম খান, সলমন খান, সালমা খান। ছবি: সংগৃহীত।

সদ্য ৬১তম বিবাহবার্ষিকী পালন করলেন সেলিম খান ও সলমা খান। সলমনের বাবা-মায়ের বিয়ের দিন উদ্‌যাপনে উপস্থিত ছিলেন সেলিমের দ্বিতীয় স্ত্রী হেলেন। একটা সময় ছিল যখন সলমার প্রেমে হাবুডুবু খেয়েছেন সেলিম। খুব বেশিদিন সময় নষ্ট না করেই সলমার বাবা-মায়ের সঙ্গে দেখা করতে চান সেলিম। সেখানেই তৈরি হয় প্রতিবন্ধকতা।

Advertisement

‘ডন’ ও ‘শোলে’র মতো ছবিতে কাজ করেছেন সেলিম খান। ১৯৬৪ সালে সুশীলা চরককে বিয়ে করেন সেলিম। বিয়ের পরে সুশীলার নাম বদলে হয় সলমা। তাঁদের চার সন্তান— সলমন, সোহেল, আরবাজ় ও অলভিরা খান। দীর্ঘ দাম্পত্যজীবন তাঁদের। সেই ভাবে কখনওই এই দম্পতির মনোমালিন্যের খবর প্রকাশ্যে আসেনি। কিন্তু, সেলিমের সঙ্গে মেয়ে সুশীলার এই সম্পর্ক মেনে নিতে চাননি সলমনের দাদু। সেলিম বলেন, ‘‘আমি যখন সলমার বাড়িতে কথা বলতে যাই, আমাকে দেখে ওর বাবা বলেন ‘তুমি ভাল পরিবারের ছেলে। পড়াশোনা শিখেছ, শিক্ষিত। কিন্তু তোমার ধর্মটা মেনে নিতে পারব না।’’’ সেই সময় সেলিম নাকি সলমনের দাদুকে কথা দেন, তাঁদের মধ্যে ধর্ম কোনও দিনই অন্তরায় হবে না। যদিও পরবর্তী কালে সুশীলা থেকে নাম পরিবর্তন করে সলমা হয়ে যান সলমনের মা।

সেলিম ও সলমার সম্পর্ক আজও অটুট। যদিও তাঁদের মাঝে তৃতীয় ব্যক্তি হয়ে আসেন হেলেন। ১৯৮১ সালে হেলেনকে বিয়ে করেন সেলিম। তাঁর দুই স্ত্রীর মধ্যে সুসম্পর্ক রয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement