Shovan Ganguly

Shovon-Swastika: ভালবাসার বর্ষপূর্তি! ফেসবুকে শোভন-স্বস্তিকার উদ্‌যাপন, ‘সব কিছুর এক বছর’...

ইনস্টাগ্রামে সোচ্চার শোভন— ‘ঝগড়াঝাঁটি টপকে দেখি একের পিঠে এক…..!’ সঙ্গে সাদা-কালো ছবিতে যুগলে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২১ ১৩:৩২
Share:

২০২১-এর ২৫ অক্টোবর যুগলের ভালবাসার এক বছর।

‘কিছু আবদারের জানি নেই মানে’... কোনও দিন কি স্বস্তিকা দত্ত এ কথা বলেছেন শোভন গঙ্গোপাধ্যায়কে? শোভনও কোনও দিন বলেননি, ‘তোর সঙ্গে আজ আমাকে নে... এগিয়ে দে...’।
তার পরেও ২০২০ সালের ২৫ অক্টোবর একসঙ্গে পথ হাঁটা শুরু শোভন-স্বস্তিকার। যে খবর প্রথম জানিয়েছিল আনন্দবাজার অনলাইন। ২০২১-এর ২৫ অক্টোবর যুগলের ভালবাসার এক বছর। আকারে ইঙ্গিতে বোঝানোর পরে অবশেষে সোমবার ইনস্টাগ্রামে সোচ্চার শোভন— ‘আসা যাওয়ার সময় থাকে বছর ঘুরে দেখ, ঝগড়াঝাঁটি টপকে দেখি একের পিঠে এক…..!’ সঙ্গে সাদা-কালো ছবিতে এক ফ্রেমে ভিন্ন পেশার দুই তারকা, শোভন-স্বস্তিকা।

কাছে আছেন। তবু দূরে। মাঝে অনেকখানি কাজের ব্যস্ততা। পেশার জগৎ এ বছর দু’হাত ভরে দিয়েছে দু’জনকেই। ছোট পর্দার ধারাবাহিক ‘কী করে বলব তোমায়’ শেষ। স্বস্তিকা প্রথম পা রেখেছেন ওয়েব প্ল্যাটফর্মে। ‘আনন্দ আশ্রম’ সিরিজে। তাঁর প্রথম গানের ভিডিয়ো অ্যালবাম ‘ঠাকুর জামাই’ প্রকাশের দিন তিনেকের মধ্যে দর্শকসংখ্যা ৫০ হাজার পার। এ দিকে, ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ‘গোলন্দাজ’ ছবিতে সাংসদ-তারকা দেব অধিকারীর কণ্ঠ হয়ে উঠেছেন ‘শোভন’। পাশাপাশি, তাঁর আগমনী গান ‘মা গো তুই আসবি বলে’ এ বার বেজেছে পুজো মণ্ডপে। মান-অভিমানের কুয়াশা কেটে তার পরেও রয়েই গিয়েছে ভালবাসার উষ্ণতা।

Advertisement

সে কথা গায়ক-নায়িকা জানিয়েছেন রবিবার। রাতারাতি তাঁদের ফেসবুকালাপ— ‘সব কিছু এক বছর!’ কিন্তু বছরপূর্তির উদযাপন তো চাই। তার কী হবে? কী ভাবে তাঁরা কাটাবেন বর্ষপূর্তির দিনটা? আনন্দবাজার অনলাইনের ফোন এড়িয়ে গিয়েছেন শোভন। তবে স্বস্তিকার ২১ অক্টোবরের ফেসবুক পোস্ট বলছে, ঘনিষ্ঠতার ছোট্ট ছোট্ট মুহূর্ত তাঁর বড্ড পছন্দের। ভিড়ের মধ্যে পিঠের উপর একটি হাতের ভরসায় পথচলা। রেস্তরাঁয় নীরবতার ফাঁকে পায়ের পাতায়-পাতায় কথা। কিংবা আঙুলে আঙুল রেখে নীরবেই বলে দেওয়া অনেক কিছু।

এ ভাবেই কি সারা দিন তাঁরা পিছনে হাঁটবেন? দেখবেন, কে প্রথম কাছে এসেছেন?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন