Shraddha Kapoor

Shraddha Kapoor: চার বছরের সম্পর্কে ফাটল, বিয়ের গুঞ্জনের মাঝেই ভাঙল শ্রদ্ধার প্রেম

দিন কয়েক আগে গোয়ায় ধুমধাম করে পালন করা হয়েছে শ্রদ্ধা কপূরের জন্মদিন। কিন্তু সেই উদ্যাপনে দেখা যায়নি তাঁর প্রেমিক রোহনকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ মার্চ ২০২২ ১৫:৫৪
Share:

শ্রদ্ধার জন্মদিনের উদ্‌যাপনে ছিলেন না রোহন।

চার বছরের সম্পর্কে ফাটল! বলিউডে গুঞ্জন, তারকা চিত্রগ্রাহক রোহন শ্রেষ্ঠর সঙ্গে প্রেম ভেঙেছে শ্রদ্ধা কপূরের। কিন্তু তাঁদের আলাদা হওয়ার কারণ এখনও আড়ালেই।

দিন কয়েক আগে গোয়ায় ধুমধাম করে পালন করা হয়েছে শ্রদ্ধা কপূরের জন্মদিন। কিন্তু সেই উদ্‌যাপনে দেখা যায়নি তাঁর প্রেমিক রোহনকে। ঘনিষ্ঠরা জানিয়েছেন, কাজ নিয়ে বিশেষ ব্যস্ততা ছিল না তাঁর। তা সত্ত্বেও শ্রদ্ধার বিশেষ দিনে তাঁর সঙ্গে থাকেননি রোহন। এর পর থেকেই আরও গাঢ় হয়েছে দু’জনের বিচ্ছেদের গুঞ্জন।

Advertisement

নিজেদের সম্পর্ক নিয়ে কখনও মুখ খোলেননি রোহন বা শ্রদ্ধা। তবে কোনও রাখঢাক ছাড়াই নানা জায়গায় একসঙ্গে পৌঁছে যেতেন তাঁরা। বলিউডের সহকর্মীরাও নানা সময় আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন দু’জনের সম্পর্কের কথা। রোহনের বাবার সঙ্গে শ্রদ্ধার বাবা শক্তি কপূরের বন্ধুত্ব বহু দিনের। মেয়ের সঙ্গে তাঁর চিত্রগ্রাহক প্রেমিকের বিয়ে দিতে যে শক্তির কোনও আপত্তি নেই, অতীতে এক সাক্ষাৎকারে তা নিজেই জানিয়েছিলেন অভিনেতা। কিন্তু ছাদনাতলা দূর অস্ত, নিঃশব্দে ভেঙে গেল রোহন-শ্রদ্ধার প্রেম।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement