অনন্যা-সিদ্ধান্ত কী বললেন বাবিলকে নিয়ে? ছবি: সংগৃহীত।
ক্যামেরার সামনে এসে কান্নায় ভেঙে পড়েন বাবিল খান। কাঁদতে কাঁদতে বলিউডের উপর ক্ষোভ উগরে দেন তিনি। কান্না জড়ানো গলায় অনন্যা পাণ্ডে, সিদ্ধান্ত চতুর্বেদি, অর্জুন কপূর, শানায়া কপূরদের নাম উল্লেখ করেন তিনি। ঘটনার কিছু ক্ষণ পরেই নিজের ইনস্টাগ্রাম থেকে সরে যান বাবিল। তবে তাঁর সহকারী দলের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, ভুল বোঝাবুঝি হচ্ছে। বাবিল যাঁদের নাম উল্লেখ করেছেন, তাঁরা সব সময় তাঁর পাশে ছিলেন। সেটাই বলতে চেয়েছেন ইরফান-পুত্র। এই বিবৃতি প্রকাশ হওয়ার পরে অনন্যা ও সিদ্ধান্তও অভিনেতার জন্য সহানুভূতি প্রকাশ করে পোস্ট করেন।
সিদ্ধান্ত চতুর্বেদি তাঁর ইনস্টাগ্রামে লেখেন, “সাধারণত সহকর্মীদের নিয়ে লেখালিখিতে আমি জড়াই না। কিন্তু এই বিষয়টি খুব ব্যক্তিগত। এই বিষয়ে মশলা যোগ করে যাঁরা খবরের আকারের পরিবেশন করছেন সমাজমাধ্যমে, তাঁদের বলব এ বার থামুন।”
সিদ্ধান্ত প্রশ্ন তোলেন, “আমরা ঘৃণা করতে ভালবাসি এবং ভালবাসতে ঘৃণা করি, এই জায়গাতেই কি আমাদের মানসিকতা পৌঁছে গিয়েছে?” কড়া ভাষায় তিনি বলেন, “এই ঘটনার মধ্যে নাটকীয়তা খোঁজা এ বার বন্ধ করুন। পর্দায় আপনাদের সামনে নাটকীয়তা তুলে ধরার জন্য আমরা এমনিতেই অনেক পরিশ্রম করি। হয়তো সেখানে এখনও ঘাটতি রয়ে গিয়েছে, তাই আমাদের জীবনে নাটকীয়তা খুঁজছেন। আমরা চেষ্টা করব। আপনারাও বিচার করার আগে ভাবার চেষ্টা করুন।”
অনন্যা পাণ্ডেও ইরফান-পুত্রের উদ্দেশে লেখেন, “বাবিল, তোমার জন্য শুধুই ভালবাসা ও ইতিবাচক অনুভূতি রয়েছে। সব সময় তোমার পাশে আছি।”