বরুণ-আলিয়ার সঙ্গে দৌড়ে নেই

গত বছর মুক্তি পাওয়া সিদ্ধার্থ মলহোত্রর ‘বার বার দেখো’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। তার পরই তিনি কেরিয়ার নিয়ে নতুন করে ভাবনা-চিন্তা শুরু করেছেন। তাঁর কথায়, ‘‘ব্যর্থতা হল বাইসাইকেল থেকে পড়ে যাওয়ার মতো।’’

Advertisement
শেষ আপডেট: ০৭ অগস্ট ২০১৭ ১১:১০
Share:

সিদ্ধার্থ

বরুণ ধবন আর আলিয়া ভট্টের সঙ্গে ক্রমাগত তাঁর কেরিয়ারের তুলনা করা হয়। এবং সেই দৌড়ে তিনি যে অনেকটাই পিছিয়ে সেটা আর বলার অপেক্ষা রাখে না। সম্প্রতি এক সাক্ষাৎকারে সিদ্ধার্থ মলহোত্র বিরক্ত হয়ে বলেছেন, ‘‘আলিয়া আর বরুণের কেরিয়ার নিয়ে আমি কেন ভাবব? আমার নিজের কেরিয়ার নিয়ে অনেক কিছু ভাবার আছে।’’

Advertisement

গত বছর মুক্তি পাওয়া সিদ্ধার্থ মলহোত্রর ‘বার বার দেখো’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। তার পরই তিনি কেরিয়ার নিয়ে নতুন করে ভাবনা-চিন্তা শুরু করেছেন। তাঁর কথায়, ‘‘ব্যর্থতা হল বাইসাইকেল থেকে পড়ে যাওয়ার মতো।’’ আরও বলেন, ‘‘এখন আর ব্যর্থতায় ভয় পাই না। আমি কেরিয়ারের সেই পর্যায়ে, যেখানে অন্য কোনও সহ-অভিনেতার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় যেতে চাই না। কেরিয়ার ভাল করে গড়তে চাই। সব মনোযোগ তাতেই দেব।’’

এই মাসের শেষে মুক্তি পাবে সিদ্ধার্থ আর জ্যাকলিনের ‘আ জেন্টলম্যান’। ভিলেন হয়ে তো হিটের মুখ দেখেননি। জেন্টলম্যানের বেশে দর্শক তাঁকে কতটা গ্রহণ করবেন, সেটাই এখন দেখার!

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement