SaReGaMaPa Grand Finale

শেষ সারেগামাপা, ‘গ্র্যান্ড ফিনালে’র উদ্‌যাপনে মঞ্চ মাতাবেন ‘বিচারক’ আদনান সামি

শুটিং করতে করতে প্রত্যেকে স্মৃতিকাতর হয়ে পড়েছেন। যদিও তাঁরা জানেন, কোনও কিছু শুরু হলে তার শেষ আছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:০৮
Share:

জি বাংলার সারেগামাপা অনুষ্ঠানের সমাপ্তি পর্বে আদনান সামি। ছবি: ফেসবুক।

গানের রিয়্যালিটি শো ‘সারেগামাপা’ শেষ মানেই নাচের রিয়্যালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’ শুরু। এমন আভাস আনন্দবাজার অনলাইনকে দিয়েছিলেন অনুষ্ঠানের পরিচালক অভিজিৎ সেন। খবর, আগামী ২ মার্চ গানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের সমাপ্তি পর্ব উদ্‌যাপিত হতে পারে। অনুষ্ঠানে অতিথি বিচারকের আসনে দেখা যাবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গায়ক আদনান সামি। থাকবেন হৈমন্তী শুক্লা এবং নিয়মিত বিচারকেরা। তালিকায় ইন্দ্রদীপ দাশগুপ্ত, শান্তনু মৈত্র, মিস জোজো, কৌশিকী চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়, অন্তরা মিত্র, জাভেদ আলি। সঞ্চালনায় আবীর চট্টোপাধ্যায়।

Advertisement

সম্প্রতি, দু’দিন ধরে রাজারহাটের ডিআরআর স্টুডিয়োয় ‘গ্র্যান্ড ফিনালে’র শুটিং হল। গত অগস্টে শুরু হয়েছিল অনুষ্ঠান। ক্যালেন্ডার বলছে, প্রায় এক বছর একসঙ্গে কাটাতে কাটাতে কখন প্রতিযোগী এবং বিচারকেরা এক পরিবার হয়ে গিয়েছে— কেউ টের পাননি! স্বাভাবিক ভাবেই শুটিং করতে করতে প্রত্যেকে স্মৃতিকাতর হয়ে পড়েছেন। যদিও তাঁরা জানেন, কোনও কিছু শুরু হলে তার শেষ আছে।

সমাপ্তি পর্ব নিয়ে যদিও এখনও মুখ খুলতে রাজি নন অভিজিৎ। তবে শোনা গিয়েছে, আদনান তাঁর ‘তেরা চেহেরা’, ‘লিফ্ট করা দে’-সহ জনপ্রিয় গানে মঞ্চ মাতিয়ে দেবেন। শিল্পী নিজেও দক্ষ বাদক। তাই পিয়ানো বাজিয়ে গাইতে শোনা যাবে তাঁকে। এ ছাড়া, প্রতিযোগীদের সঙ্গেও তাঁকে গাইতে দেখা যাবে। আর থাকবে শান্তনু, কৌশিকীর গান।

Advertisement

প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানে এ বছর যুগ্ম প্রতিযোগীদের দেখা যাবে। শিশু এবং বড়দের বিভাগ থেকে একজন করে প্রতি বিভাগে জয়ী হয়েছেন। পুরস্কার হিসাবে সোনার গয়না, নগদ অর্থ পাবেন তাঁরা। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের জন্য মনোনীত আরাত্রিকা সিংহ, অনীক জানা, অতনু মিশ্র।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement