New Bengali Mega Serial

নতুন ধারাবাহিকে নায়ক হয়ে আসছেন রুবেল! ধারাবাহিক ‘নিমফুলের মধু’ কি শেষের পথে?

শোনা যাচ্ছে, জি বাংলার জনপ্রিয় ধারাবাহিকটি নাকি শেষ হয়ে যাবে শীঘ্রই। তাই নতুন ধারাবাহিকে নায়কের ভূমিকায় রুবেল।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:১২
Share:

মোহনা মাইতি, রুবেল দাস জুটি বাঁধছেন নতুন ধারাবাহিকে। ছবি: ফেসবুক।

শেষ হতে চলেছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘নিমফুলের মধু’। আবার এমন গুঞ্জন ছড়িয়েছে টেলিপাড়ায়। এর আগেও অবশ্য একাধিক বার শোনা গিয়েছিল, রুবেল দাস-পল্লবী শর্মা অভিনীত ধারাবাহিকটি শেষ হতে চলেছে। পরে জানা গিয়েছিল, সবটাই রটনা। এ বার কিন্তু গুঞ্জন একেবারে উড়িয়ে দিচ্ছে না কেউ। কারণ, শ্রীজিৎ রায়ের নতুন ধারাবাহিকে নায়কের ভূমিকায় অভিনয় করতে চলেছেন রুবেল। বিপরীতে থাকতে পারেন মোহনা মাইতি। প্রসঙ্গত, ‘নিমফুলের মধু’ ধারাবাহিকটিরও প্রযোজক-পরিচালক শ্রীজিৎ।

Advertisement

সমস্ত গুঞ্জনে জল ঢেলে সত্যিই কি এ বার শেষ হতে চলেছে ধারাবাহিক?

আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল ধারাবাহিকের নায়ক ‘সৃজন’ ওরফে ‘বাবু’র পর্দার মা অরিজিতা মুখোপাধ্যায়কে। তাঁর কথায়, “আমরা কিন্তু এখনও আনুষ্ঠানিক কোনও খবর পাইনি। ধারাবাহিকের নিয়মিত শুটিং হচ্ছে।” প্রসঙ্গত, নতুন ধারাবাহিকের সেট তৈরি নিয়েই সম্প্রতি ফেডারেশনের সঙ্গে সমস্যায় জড়িয়েছিলেন শ্রীজিৎ। জানা গিয়েছিল, ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের নির্দেশেই নাকি অজানা কারণে তাঁর ধারাবাহিকের সেট তৈরি করা থেকে সরে দাঁড়িয়েছিলেন আর্ট সেটিং গিল্ডের কলাকুশলীরা। যার ফলে সেট তৈরির কাজ আটকে গিয়েছিল।

Advertisement

সেই কাজ কত দূর এগোল? জানতে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল তাঁর সঙ্গেও। শ্রীজিৎ ফোনে সাড়া দেননি। তবে সূত্রের খবর, শ্রীজিৎ সম্প্রতি সমাজমাধ্যমে ক্ষমা চেয়েছেন। সমস্যাও মিটে গিয়েছে। তাই নতুন কাজে আর কোনও বাধা নেই। জোরকদমে চলছে সেট তৈরির কাজ। সব ঠিক থাকলে মার্চ মাসে শুরু হবে তাঁর নতুন ধারাবাহিকের শুটিং।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement