Marriage Picture Of Singer Antara Mitra

সাতপাক, মালাবদল, সিঁদুরদান— বাঙালিয়ানায় মোড়া অন্তরার বিয়ে, প্রকাশ্যে ছবি

২৫ নভেম্বর বাইপাসের কাদাপাড়া অঞ্চলের একটি ব্যাঙ্কোয়েট হলে বিয়ে করলেন অন্তরা মিত্র। গায়িকার সিদুঁরদানের ছবি প্রকাশ্যে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৫ ০৯:৩০
Share:

সাতপাকে বাঁধা পড়লেন অন্তরা মিত্র। সংগৃহীত ছবি।

সিঁদুরে রাঙা গায়িকা অন্তরা মিত্র। চারহাত এক হল। মঙ্গলবার মাঝরাতে মনের মানুষের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন সঙ্গীতশিল্পী। একেবারে অভিজাত সাজে নিজেকে এ দিন সাজিয়েছিলেন গায়িকা। পরনে লাল বেনারসি। কপালে হালকা চন্দন। সঙ্গে মানানসই সোনার গয়না। আনন্দবাজার ডট কম প্রথম জানিয়েছিল অন্তরার বিয়ের কথা। এ বার প্রকাশ্যে গায়িকার সিঁদুরদানের মুহূর্ত।

Advertisement

অন্তরা মিত্রের সিঁদুরদান পর্ব। ছবি: সংগৃহীত।

চুপিসারেই সবটা আয়োজন করা হয়েছিল। ইন্ডাস্ট্রির জনপ্রিয় শিল্পী হলেও তাঁর বিয়ের অনুষ্ঠানে তারকাদের ভিড় দেখা যায়নি সে ভাবে। বিয়ে নিয়ে যে বিপুল আলোচনা হয়েছিল অনেক দিন আগে থেকে, তেমনও নয়। বেশ কিছুদিন প্রেমপর্বের পর শৌর্যকে বিয়ে করলেন তিনি। এখনও পর্যন্ত বিয়ে বা ব্যক্তিগতজীবন প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি গায়িকা। যদিও আইবুড়োভাতের সকালে আনন্দবাজার ডট কমের তরফে যোগাযোগ করা হয়েছিল অন্তরার সঙ্গে। গায়িকা জানান, খুবই ব্যস্ততার মধ্যে রয়েছেন। তাই কথা বলতে পারবেন না। তবে বিয়ের শুভেচ্ছায় ধন্যবাদ জানাতে ভোলেননি গায়িকা।

বিয়ের আসরে নববধূ সাজে অন্তরা মিত্র। ছবি সংগৃহীত।

শোনা যাচ্ছে, বিয়ে সেরেই মধুচন্দ্রিমায় পাড়ি দেবেন তাঁরা। তাই বেশ কিছু দিন ‘সারেগামাপা’ অনুষ্ঠানে বিচারকের আসনে তাঁকে না-ও দেখা যেতে পারে। সূত্র বলছে, মধুচন্দ্রিমা থেকে ফিরে ‘রিসেপশন’-এর পরিকল্পনা করেছেন তাঁরা। শোনা যাচ্ছে, ডিসেম্বরে বড় করে খাওয়াদাওয়ার আয়োজন করবেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement