Diljit Dosanj

‘ওরা বিবেক বেচে দিয়েছে’, পাক নায়িকার পাশে থাকায় দিলজিৎকে তুলোধনা বি প্রাকের?

পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরকে নিয়ে ছবিতে অভিনয় করায় বিতর্কে জড়িয়েছেন পঞ্জাবি শিল্পী। এ বার দিলজিতের বিরুদ্ধে কথা বললেন আর এক পঞ্জাবি শিল্পী বি প্রাক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ জুন ২০২৫ ১১:৪৯
Share:

দিলজিৎকে কটাক্ষ বি প্রাকের? ছবি: সংগৃহীত।

বিতর্কে দিলজিৎ দোসাঞ্জ। পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরকে নিয়ে ছবিতে অভিনয় করায় বিতর্কে জড়িয়েছেন পঞ্জাবি শিল্পী। এ বার দিলজিতের বিরুদ্ধে কথা বললেন আর এক পঞ্জাবি শিল্পী বি প্রাক।

Advertisement

পহেলগাঁও কাণ্ডের পর থেকে ভারতে নিষিদ্ধ পাকিস্তানি শিল্পীরা। তার ঠিক পরেই অপারেশন সিঁদুরের সমালোচনা করে রোষের মুখে পড়েন পাক নায়িকা হানিয়া আমির। পুরোপুরি নিষিদ্ধ করা হয় তাঁকে। কিন্তু এই ঘটনার অনেক আগেই শুটিং হয়ে গিয়েছিল ‘সর্দারজি ৩’ ছবির।

পাক-অভিনেত্রীর জন্যই ছবির উপর নিষেধাজ্ঞা জারির দাবি ওঠে। সেই মতোই এই ছবি ভারতে নিষিদ্ধ করা হয়েছে। কেবল আন্তর্জাতিক মহলে মুক্তি পাচ্ছে এই ছবি। শুধু তা-ই নয়, দিলজিৎ দোসাঞ্জকেও ভারতে নিষিদ্ধ করার দাবি উঠেছে বিভিন্ন মহলে। নাম না করেই গায়ক বি প্রাক তাঁর সমাজমাধ্যমে লিখেছেন, “কিছু শিল্পী আছেন, যাঁরা নিজেদের বিবেক পর্যন্ত বিক্রি করে দিয়েছেন। এঁদের লজ্জা হওয়া উচিত।”

Advertisement

নেটাগরিকের ধারণা, এই পোস্ট দিলজিৎকে নিশানা করেই করা হয়েছে। ‘সর্দারজি ৩’ ছবির ঝলক মুক্তি পাওয়ার ঠিক পরেই এই পোস্ট করেন বি প্রাক। তাতেই নেটাগরিকের এমন অনুমান। বি প্রাকের অনুরাগীদের কথায়, “অবেশেষে কেউ সত্যি কথা বললেন। তা না হলে, আমাদের তথাকথিত তারকাদের তো দেশের থেকে ভক্তদের নিয়ে বেশি মাথাব্যথা।” আর এক জন লিখেছেন, “কারও শিরদাঁড়া অন্তত এখনও সোজা রয়েছে।”

উল্লেখ্য, এফডব্লিউআইসিই-র সভাপতি বিএন তিওয়ারি দাবি করেছেন, দিলজিৎকেও নিষিদ্ধ করতে হবে ভারতে। পঞ্জাবি শিল্পী যাতে দেশে আর কোনও কাজ না পান, সেই হুমকিও দিয়েছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement