Iman Chakraborty on Kaushiki

কৌশিকীর বিশেষ শখের গোপন কথা ফাঁস করলেন ইমন! জানালেন তাঁর ব্যাগের রহস্যও

শুটিং ফ্লোরে সঙ্গীতশিল্পী কৌশিকী চক্রবর্তীর এক অন্য পরিচয় জানালেন সহশিল্পী ইমন চক্রবর্তী। কী ধরা পড়ল ভিডিয়োয়?

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১২ জুন ২০২৪ ১৮:৩৮
Share:

(বাঁ দিকে) কৌশিকী চক্রবর্তী। ইমন চক্রবর্তী (ডান দিকে) ছবি: সংগৃহীত।

সঙ্গীতশিল্পী কৌশিকী চক্রবর্তী সাজপোশাকে ছিমছাম থাকতে পছন্দ করেন। তবে শুটিং ফ্লোরে মিতভাষী মানুষটির সঙ্গী কিন্তু অনেক কিছু। এ বার সে কথাই অনুরাগীদের সামনে ফাঁস করলেন গায়িকা ইমন চক্রবর্তী।

Advertisement

এই মুহূর্তে কৌশিকী ও ইমন, দু’জনেই সঙ্গীত রিয়্যালিটি শো ‘সারেগামাপা’-এর শুটিংয়ে ব্যস্ত। শো-য়ে তাঁরা অন্যতম দুই বিচারকের দায়িত্ব পালন করছেন। শোনা গেল, শুটিং ফ্লোরে কৌশিকীর সঙ্গে থাকে একটি ব্যাগ। তবে সেই ব্যাগ যেন আলিবাবার গুহা। কী নেই সেখানে! ইমন এ বার অনুরাগীদের কাছে সহশিল্পীর ব্যাগের রহস্য ফাঁস করলেন!

ভিডিয়োতে দেখা যাচ্ছে ইমনের অনুরোধে একে একে তাঁর হাতের ব্যাগের জিনিসপত্র বার করে দেখাচ্ছেন কৌশিকী। প্রথমেই বেরিয়ে এল একটি ইংরেজি বই। তার পরেই বেরিয়ে আসে একটি খাতা। কৌশিকীর কথায় যা নাকি, ‘‘খেরোর খাতার পরিবর্তে আমার খ্যাপার খাতা!’’ এর পরে একে একে বেরিয়ে এল চশমা, ইয়ারফোন, মোবাইলের চার্জার! সব বার করে দেখালেন কৌশিকী। এখানেই শেষ নয়, ঝুলি থেকে বেরিয়ে এল একটি লিপস্টিক, ঠাকুরের মূর্তি এবং আরও একটি ব্যাগ।

Advertisement

সেই ছোট্ট ব্যাগটি খুলতেই দেখা গেল একাধিক ফাউন্টেন পেন। অনেকেই জানেন না যে, কালির কলম সংগ্রহ করা কৌশিকীর শখ। ইমনের প্রশ্নের উত্তরে শিল্পী বলেন, ‘‘দেশ-বিদেশের যেখানেই যাই, সেখান থেকে ফাউন্টেন পেন সংগ্রহ করি আমি।’’

শিল্পীর কলমের সংগ্রহ দেখতে তত ক্ষণে পাশের বিচারক আসন থেকে উঁকি দিয়েছেন সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্ত। কৌশিকী কলমের প্রতি তাঁর ভালবাসা দেখে তিনি বলছেন, ‘‘পেন হল একটি সম্পর্কের মতো। অনেক দিন একটা ফাউন্টেন পেন দিয়ে লিখলে, তার পর অন্য কেউ সেই পেনটি দিয়ে আর লিখতে পারবেন না।’’

কৌশিকীর ব্যাগের অন্দরে অনুরাগীদের পৌঁছে যেতে সাহায্য করলেন ইমন, কিন্তু তিনি নিজে সঙ্গে কী কী রাখেন? আনন্দবাজার অলাইনের তরফে প্রশ্ন শুনেই গায়িকার উত্তর, ‘‘আমি তো শুটিং ফ্লোরে ব্যাগই আনি না!’’

তবে শটের সময় সঙ্গে ব্যাগ না রাখলেও শুটিং ফ্লোরে কিছু জিনিস তাঁকে সঙ্গে রাখতেই হয় বলে জানালেন ইমন। তাঁর মধ্যে রয়েছে, ফোন এবং চার্জার, বাড়ির চাবি এবং টাকার ব্যাগ। গায়িকার কথায়, ‘‘আরও একটি জিনিস ভুলি কী করে! সেটি হল গাড়ির চাবি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement