Lucky Ali

তিন বার তিন দেশের মহিলাকে বিয়ে ও বিচ্ছেদ, কেন প্রাক্তন স্ত্রীদের সঙ্গে এখনও সম্পর্ক রাখেন লাকি আলি?

জীবনের প্রথম সঙ্গী ও শেষ সঙ্গী একই ব্যক্তি হতে হবে, এমন কোনও নিয়ম নেই বলে মনে করেন লাকি আলি। তাই নিজের তিন বার বিয়ে ভাঙলেও, তা নিয়ে কোনও আক্ষেপ তৈরি হয়নি তাঁর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৫ ১৩:৪১
Share:

তিন বার বিচ্ছেদ নিয়ে আক্ষেপ নেই লাকি আলির। ছবি: সংগৃহীত।

তিন বার বিয়ে ভেঙেছে। তিন স্ত্রী তিন দেশের। কিন্তু বিয়ে ভাঙা নিয়ে কোনও আক্ষেপ নেই লাকি আলির। সম্প্রতি নিজের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে এক সাক্ষাৎকারে কথা বললেন সঙ্গীতশিল্পী।

Advertisement

জীবনের প্রথম সঙ্গী ও শেষ সঙ্গী একই ব্যক্তি হতে হবে, এমন কোনও নিয়ম নেই বলে মনে করেন লাকি আলি। তাই নিজের তিন বার বিয়ে ভাঙলেও, তা নিয়ে কোনও আক্ষেপ তৈরি হয়নি তাঁর। গায়ক বলেন, “আমি তিন বার বিয়ে করেছি। প্রতি বার ভিন্ন দেশের মহিলাকে বিয়ে করেছি আমি। আমার বাবাও ভারতের বাইরের এক মহিলাকে বিয়ে করেছিলেন। তাই আমার পরিবার বরাবরই খুব আন্তর্জাতিক।”

বিবাহবিচ্ছেদের পরেও কি প্রাক্তন স্ত্রীদের সঙ্গে সম্পর্ক আছে? এই প্রসঙ্গে লাকি আলি বলেছেন, “আমার একটা বিয়েও টেকেনি। কিন্তু আমার সম্পর্কগুলো আজও বেঁচে আছে। আমরা হয়তো আর একসঙ্গে থাকি না। কিন্তু আমরা পরস্পরের পাশে রয়েছি সব সময়।”

Advertisement

সন্তান রয়েছে লাকি আলির। সন্তানদের দায়িত্ব থেকে নাকি তিনি সরে আসেননি। গায়কের কথায়, “আমি সব সময়ই সন্তানদের দায়িত্ব নিই। আমি মনে করি, ভালবাসা দিয়েই সন্তানদের বড় করা যায়। বাবা-মায়েরা কী করেন, তা দেখেই কিন্তু বাচ্চারা সব শেখে।”

লাকির মা মধু কুমারীর সঙ্গে একসময় বিবাহবিচ্ছেদ হয়ে যায় তাঁর বাবা মেহমুদের। তার পরে আমেরিকানিবাসী ট্রেসিকে বিয়ে করেছিলেন তিনি।

লাকি আলির মা মধু কুমারী ছিলেন অভিনেত্রী মীনা কুমারীর বোন। মীনা কুমারী সম্পর্কে লাকি বলেন, “উনি আমার মায়ের মতো ছিলেন। খুবই আন্তরিক ও শক্তিশালী মহিলা। সব সময় আমার মায়ের পাশে থেকেছেন। আমি স্কুল পালিয়ে ওঁকে দেখতে যেতাম।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement