Entertainment News

গাড়ি দুর্ঘটনায় মৃত বলি গায়ক নীতিন

জানা গিয়েছে, সোমবার মধ্যরাতে মালাডের বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরন নীতিন। তিনি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০১৮ ১৬:৩০
Share:

নীতিন বালি।

গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল বলিউড গায়ক নীতিন বালির। মঙ্গলবার বোরীবলীর রাস্তায় ডিভাইডারে ধাক্কা মারে নীতিনের গাড়ি। মাথায় গুরুতর আঘাত লাগে তাঁর। তবেহাসপাতালে নিয়ে যাওয়া হলে নীতিনকে প্রাথমিক চিকিত্সার পর ছেড়ে দেওয়া হয়। পরে তাঁর শারীরিক অবস্থার ফের অবনতি হলে হাসপাতালে নিয়ে যান তাঁর স্ত্রী। সেখানেই তাঁর মৃত্যু হয়।

Advertisement

জানা গিয়েছে, সোমবার মধ্যরাতে মালাডের বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরন নীতিন। তিনি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

মূলত রিমিক্স গায়ক হিসেবেই জনপ্রিয় ছিলেন নীতিন। দেশে-বিদেশে বহু অনুষ্ঠান করতেন তিনি। তাঁর স্ত্রী রোমা বালি অভিনেত্রী। টেলিভিশনে তাঁর কাজ দেখেছেন দর্শক। মাত্র ৪৭ বছর বয়সে নীতিনের প্রয়াণে শোকস্তব্ধ বলিউড। কী ভাবে দুর্ঘটনা ঘটল, তা নিয়ে তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ।

Advertisement

আরও পড়ুন, গাইব কী ভাবে! মশায় কাবু শান

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement