কী পদক্ষেপ করছেন শ্রেয়া ঘোষাল? ছবি: সংগৃহীত।
গান-বাজনা ছাড়া তিনি থাকতে পারেন না। সঙ্গীত, সুর তাঁর শ্বাস-প্রশ্বাসে জড়িয়ে। সেই তিনিই আপাতত গানের জলসা থেকে দূরে। অনুজ সহশিল্পী অরিজিৎ সিংহের মতোই সঙ্গীতানুষ্ঠান বাতিল করলেন শ্রেয়া ঘোষাল। ১০ মে মুম্বইয়ে, নিজের শহরবাসীদের গান শোনানোর কথা ছিল তাঁর। শুক্রবার সমাজমাধ্যমে তিনি লম্বা পোস্ট দিয়ে জানিয়েছেন, আপাতত গান-বাজনা শোনানোর মতো দেশের পরিস্থিতি নেই। তিনিও তাই মঞ্চানুষ্ঠান থেকে দূরে। তাঁর কাছে দেশ আগে, জলসা পরে।
শ্রেয়ার আগে একই সিদ্ধান্ত নিয়েছেন অরিজিৎও। তিনিও তাঁর আগামী কনসার্ট বাতিল করেছেন। সমাজমাধ্যমে জানিয়েছেন, পরিস্থিতি শান্ত হোক। তিনি আবার গাইবেন। টিকিটের দামও ফেরত দেওয়া হবে দর্শক-শ্রোতাদের, এ কথা জানাতেও ভোলেননি। সেই পথে হেঁটে গায়িকা লিখেছেন, নিজের শহরের অনুষ্ঠান বাতিল করতে খুবই কষ্ট হয়। সেটাই আপাতত করতে হচ্ছে তাঁকে। কারণ, গান গাওয়া বা শোনার মতো পরিবেশ দেশে নেই। দুই দেশ আগে শান্ত হোক। তার পর বাকি সব।