Udit Narayan Kissing Controversy

‘চুম্বনদৃশ্য ছড়িয়েছে, আমারই জনপ্রিয়তা বেড়েছে!’ আনন্দবাজার অনলাইনকে বললেন উদিত

উদিত নায়ারণের কথায়, “চুম্বন নিয়ে কেন এত বিতর্ক হচ্ছে? এর আগেও অনুরাগীকে চুমু খেয়েছি। দীপা-আদিত্য মঞ্চে দাঁড়িয়ে দেখেছে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৫ ২০:২১
Share:

উদিত নারায়ণ নিজের চুম্বন কাহিনি নিজেই বিশ্লেষণ করলেন। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

সকাল থেকে শিরোনামে তিনি। মঞ্চানুষ্ঠানের সময় এক তরুণী অনুরাগীর ঠোঁটে গভীর চুম্বন করলেন উদিত নারায়ণ। সেই দৃশ্যের ঝলক সমাজমাধ্যমে প্রকাশ পেতেই শোরগোল। প্রথমে কেউ বিশ্বাসই করতে চাইছিলেন না, উদিত এমন কাণ্ড ঘটিয়েছেন। অনেকে ভেবেছেন, পুরোটাই প্রযুক্তির কারসাজি। পরে যখন স্পষ্ট হয় বিষয়টি, তত ক্ষণে সমাজমাধ্যমে নিন্দার ঝড়। জল অনেক দূর গড়িয়ে যাওয়ায় গায়ক স্বপক্ষে যুক্তি দিয়েছেন, পুরোটাই খ্যাতির বিড়ম্বনা! আনন্দবাজার অনলাইন যোগাযোগ করতেই উদিতের দাবি, “এই ঘটনা কিন্তু কয়েক মাস আগের। কেন নতুন করে ভাইরাল করা হল, বুঝতে পারছি না। সম্ভবত কেউ আমাকে কলঙ্কিত করতেই বিষয়টি ঘটিয়েছেন।” একটু থেমে হাসতে হাসতে যোগ করেছেন, “এতে শাপে বর হয়েছে। উল্টে আমার জনপ্রিয়তা আরও বেড়েছে।”

Advertisement

বাইরে সমালোচনার ঝড়। বাড়ির অন্দরে? একই ভাবে হাসতে হাসতে উদিতের জবাব, “আরে, এই ঘটনা নতুন নয়। এর আগেও এ রকম হয়েছে। অনুরাগিনীকে চুম্বন করেছি। সবটাই জনপ্রিয়তার কারণে। অনেকের অনেক রকম আবদার থাকে। পূরণ করি, পূরণ করতে হয়। দর্শক-শ্রোতাদের জন্যই তো আমরা আছি।” এক নাগাড়ে আরও বলেছেন, “মঞ্চের আশেপাশে অনেক সময় আমার স্ত্রী দীপা থাকেন, ছেলে আদিত্য থাকে। সে দিনও আদিত্য মঞ্চে ছিল। ওর সামনেই সব ঘটেছে। কিচ্ছু মনে করে না ওরা। আমার জনপ্রিয়তায় ওরা খুব খুশি।”

ভিডিয়োয় দেখা গিয়েছে, তরুণী অনুরাগী প্রথমে নিজস্বী তোলার অনুরোধ জানান। ছবি তুলে উদিতের গালে চুমু খান। বদলে তরুণীর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেন গায়ক। তা হলে কি উদিতের সঙ্গে নিজস্বী তুললে চুমু ফ্রি? না, আর হাসি নেই তাঁর কণ্ঠে। এ বার গম্ভীর তিনি। বললেন, “বিষয়টি খামোখা কুৎসিত ভাবে দেখানোর চেষ্টা চলছে। আমাদের হাতের পাতায় এ ভাবে কত ভক্ত চুম্বন করেন। আমরাও করে থাকি। গালেও চুম্বন করা হয়। ঠোঁটে চুমু খাওয়া মানেই কিন্তু খারাপ নয়। এতে কোনও পাপ নেই।” দর্শক-শ্রোতাদের মতে, মঞ্চে অনুরাগিনীকে চুম্বন করে জনপ্রিয়তা এবং চর্চার নিরিখে শাহরুখ-সলমন-আমির— তিন খানকেই যে গায়ক পিছনে ফেলে দিলেন! ফের নিজের মেজাজে ফিরলেন গায়ক। ফোনের ও পারে দরাজ হাসি। উদিত বললেন, “সব আপনাদের আশীর্বাদ, ভক্তদের ভালবাসা। প্রার্থনা করুন, শেষ দিন পর্যন্ত এই ভালবাসা, জনপ্রিয়তা যেন সঙ্গে থাকে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement