‘সিনিস্টার’-এর পর...

২০১২-এর হরর ব্লকবাস্টার ‘সিনিস্টার’-এর সিকোয়েল ‘সিনিস্টার ২’-এর মুক্তি আসন্ন। এই ছবির প্রোডাকশন চলাকালে চিত্রনাট্যকার স্কট ডেরিকসন, পরিচালক সিরারান ফয়, অভিনেতা শ্যানিন সোসামন এবং জেমস র‌্যানসোন সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ অগস্ট ২০১৫ ০০:০৮
Share:

২০১২-এর হরর ব্লকবাস্টার ‘সিনিস্টার’-এর সিকোয়েল ‘সিনিস্টার ২’-এর মুক্তি আসন্ন। এই ছবির প্রোডাকশন চলাকালে চিত্রনাট্যকার স্কট ডেরিকসন, পরিচালক সিরারান ফয়, অভিনেতা শ্যানিন সোসামন এবং জেমস র‌্যানসোন সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। সেখানে ‘সিনিস্টার’ ট্রিলজির আকার নেবে কি না, জানতে চাওয়া হলে ডেরিকসন উত্তর দেন, তেমন সম্ভাবনা অবশ্যই রয়েছে।

Advertisement

সম্প্রতি ডেরিকসন আবার জানালেন, ‘সিনিস্টার ২’-এর পরবর্তী পর্বের কথা তিনি ভাবছেন। শুধু তাই নয়, ‘সিনিস্টার’ সিরিজের সম্ভাবনাও রয়েছে। কারণ, এই ফ্র্যানচাইজি তাঁর অত্যন্ত পছন্দের। তবে, ‘সিনিস্টার ২’-কে তার আগে ভাল ভাবে উতরে দিতে হবে। এর সঙ্গে ডেরিকসন জুড়ে দিয়েছেন বাণিজ্যের শর্তও। ‘সিনিস্টার ২’-এর পরে ‘সিনিস্টার ৩’ হবে কি হবে না, তা নির্ভর করছে ছবির চলা বা না চলার উপরেও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement