deepika padukone

দীপবীরের বিয়ের প্রথম ছবির অপেক্ষায়...

তিনিও অপেক্ষা করছেন দীপবীরের বিয়ের ছবির জন্যে!

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০১৮ ০৮:৩০
Share:

এই ছবিটিই পোস্ট করেছেন স্মৃতি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে।

সাতপাকে বাঁধা পড়লেন দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংহইতালির লেক কোমোতে কড়া নিরাপত্তার আবহে বিয়ে হল এই জুটির। বিয়ের পরই সোশ্যাল মিডিয়ায় নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছে গোটা বলিউড। তবে সবাই অপেক্ষা করছেন, এক সঙ্গে রণবীর-দীপিকাকে দেখার জন্য। যাকে বলে রীতিমতো মুখিয়ে রয়েছেন। কিন্তু অপেক্ষার যেন শেষ নেই। এই ভয়ঙ্কর অপেক্ষা নিয়ে এ বার মুখ খুললেন বিজেপি হেভিওয়েট নেতা স্মৃতি ইরানিও। তিনিও যে দীপবীরের ছবি দেখার জন্য অপেক্ষা করছেন আপামর জনতার মতো, তা এ বার স্পষ্ট করলেন।

Advertisement

কী বললেন তিনি?

ইনস্টাগ্রাম পোস্টে তিনি বললেন, “যখন আপনারা দীপবীরের ছবির জন্য অপেক্ষা করছেন...হোয়েন ইউ হ্যাভ ওয়েটেড ফর সো লং”, অপেক্ষার পরিমাণ বোঝাতে এই লং বানানে বেশ কয়েকটি অতিরিক্ত ‘জি’ যোগ করেছেন তিনি।

Advertisement

এরপরই বেঞ্চে বসে থাকা একটি কঙ্কালের ছবি পোস্ট করেছেন তিনি। মানে অপেক্ষা করতে করতে একেবারে হাঁফিয়ে উঠেছেন তিনিও। তাই খানিকটা মজা করেই এই ছবি পোস্ট করেছেন ‘তুলসী’।

আরও পড়ুন: ঘণ্টায় ৪৫০০ টাকা বেতন সাফাইকর্মীর চাকরিতে! কেন জানেন?

১৪ নভেম্বর আংটি বদল এবং কোঙ্কনি প্রথায় বিয়ে হয় দীপিকা-রণবীরের। আজ সিন্ধ্রি প্রথায় বিয়ে হবে তাঁদের। কিন্তু দীপবীরের বিয়ের কোনও ছবি সেই অর্থে একেবারেই দেখতে পারেননি ফ্যানরা। যাকে বলে চাতক পাখির মতো অপেক্ষা করছেন প্রত্যেকে।

#when you have waited for #deepveer #wedding #pics for too longgggg 🤦‍♀️

A post shared by Smriti Irani (@smritiiraniofficial) on

কিন্তু না, সরকারি ভাবে একটি ছবিও সামনে আসেনি। খানিকটা ঝলক চোখে পড়ছে রণবীরের দিদির, প্রকাশ পাড়ুকোন-সহ দীপিকার পরিবারের।

স্মৃতি ইরানি, দীপিকা পাড়ুকোন, রণবীর সিংহ। ফাইল চিত্র

বর বেশে রণবীরের একটি ছবিও ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু কনে দীপিকার একটি ছবি কিংবা একসঙ্গে তাঁদের ঠিকঠাক কোনও ছবি চোখে পড়েনি।

আরও পড়ুন: ‘পাপা ক্যাহতে হ্যায়’ ছবির এই নায়িকা এখন কী করছেন জানেন?

যে এলাকায় দীপিকা-রণবীরের বিয়ে চলছে, তার বাইরে ছিলেন বেশ কিছু নিরাপত্তারক্ষী। অনুষ্ঠানে ঢোকার আগে অতিথিদের হাতে নাকি একটি বিশেষ ব্যান্ড পরিয়ে দেওয়া হয়েছিল। প্রত্যেকের মোবাইল ফোন এবং ক্যামেরার লেন্সে স্টিকার দিয়ে দেওয়া হয়েছিল বলে খবর। তাই দীপিকার কোনও ছবিই সে ভাবে প্রকাশ্যে আসেনি। তবে গায়ক হর্ষদীপ কউর সঙ্গীত সেরেমনির একটি ছবি পোস্ট করেছিলেন, পরে তা মুছেও দিয়েছেন। মনে করা হচ্ছে, সেটিই ছিল দীপিকার বিয়ের অনুষ্ঠানের প্রথম ছবি।

Ranveer's family and close friends 😍😍😍 #deepveer #ranveersingh #deepikapadukone #DeepveerWale #DeepveerKiShaadi #deepveernews صورة واضحة ل عائلة رانو و اصدقاءه

A post shared by DeepVeer Wale 💑👪👰💍 (@deepveer.news) on

স্মৃতি এর আগে কিছু পোস্টের জন্য সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হয়েছেন ঠিকই, তবে এ বারের এই পোস্ট দেখে বেশ মজাই পেয়েছেন অনেকে। মন্তব্যে কেউ কেউ বলেছেন, ‘স্মৃতি একেবারে ঠিক কথা লিখেছেন, দীপবীরের ছবি দেখতে আর কতক্ষণ অপেক্ষা করতে হবে অনুরাগীদের।’

রণবীর, দীপিকা, প্রিয়ঙ্কা, অনুষ্কা, ক্যাটরিনা - বলি তারকাদের হাঁড়ির খবর আমাদের বিনোদন বিভাগে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement