বাবার অসুস্থতার জন্য পলাশের সঙ্গে বিয়ের অনুষ্ঠানের ছবি সরিয়ে ফেললেন স্মৃতি। ছবি: সংগৃহীত।
পিছিয়ে গিয়েছে স্মৃতি মন্ধানা ও পলাশ মুচ্ছলের বিয়ে। রবিবার বিয়ের আসরে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন স্মৃতির বাবা। বিয়ে বন্ধ রাখার সিদ্ধান্ত নেন ক্রিকেটতারকা। তাঁর আপ্তসহায়ক তুহিন মিশ্র এমনই জানান সংবাদমাধ্যমকে। এ বার বিয়ে সম্পর্কিত সব পোস্ট নিজের অ্যাকাউন্ট থেকে সরিয়ে ফেললেন স্মৃতি।
কিছু দিন আগে ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে স্মৃতিকে হাঁটু গেড়ে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। হিরের আংটি পরিয়ে দিয়েছিলেন প্রেমিকাকে। সেই ভিডিয়ো পলাশ ও স্মৃতি দু’জনই সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছিলেন। রবিবার বিয়ের অনুষ্ঠান স্থগিত হওয়ার পরে সেই ভিডিয়োটিও সরিয়ে দিয়েছেন স্মৃতি। এমনকি, দলের সতীর্থ জেমাইমা ও শ্রেয়ঙ্কা পাটিলের সঙ্গে তোলা ছবিও সরিয়ে ফেলেন স্মৃতি।
গত কয়েক দিনে স্মৃতি মন্ধানার সমাজমাধ্যমে অনবরত চোখ রেখেছিলেন নেটাগরিক। বিয়ে সংক্রান্ত সব ছবি মুছে ফেললেও পলাশের সঙ্গে তোলা পুরনো ছবিগুলি এখনও রেখে দিয়েছেন স্মৃতি।
রবিবার স্মৃতির বাবার অসুস্থ হওয়ার পরে সংবাদমাধ্যমকে স্মৃতির আপ্তসহায়ক বলেছিলেন, “আজ সকালে উনি যখন প্রাতরাশ করছিলেন, তখন হঠাৎই অসুস্থ বোধ করতে শুরু করেন। আমরা কিছু ক্ষণ অপেক্ষা করি। ভেবেছিলাম ধীরে ধীরে ঠিক হয়ে যাবেন। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হতে থাকে।”
তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্মৃতির বাবাকে। তুহিন বলেছেন, “আপনারা সবাই জানেন, স্মৃতি ওঁর বাবার কতটা কাছের। ও সিদ্ধান্ত নিয়েছে, যত দিন না বাবা সুস্থ হচ্ছেন, তত দিন বিয়ে স্থগিত থাকবে। এখন স্মৃতির বাবাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, উনি এখন হাসপাতালে থাকবেন। আমরাও পুরো ঘটনায় স্তম্ভিত হয়ে গিয়েছি।”