বছর জুড়ে রাধিকারই ছবির মেলা

সম্প্রতি অভিনেত্রী নিজেই স্বীকার করেছেন যে, ‘স্লামডগ মিলিয়নেয়ার’ খ্যাত দেব পটেলের সঙ্গেও তিনি একটি ছবি করছেন। তবে সেই ছবি সম্পর্কে বিস্তারিত খবর তিনি নিজেই জানাবেন কিছু দিন পর।

Advertisement
শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০১৮ ০০:০১
Share:

রাধিকা

সময়টা বেশ ভালই যাচ্ছে রাধিকা আপ্টের। যদিও ছবি করার ক্ষেত্রে রাধিকা বরাবরই বেশ ভেবেচিন্তে বাছাই করেন। তবু এই বছরই পরপর মুক্তি পাবে রাধিকার বেশ কয়েকটি ছবি।

Advertisement

তামিলনাড়ুর অরুণাচলম মুরুগানন্তমের জীবন নিয়ে আর বালকি তৈরি করেছেন ‘প্যাডম্যান’। সেখানে অক্ষয়কুমারের বিপরীতে দেখা যাবে রাধিকাকে। থাকছেন সোনম কপূরও।

এর পরই আসছে ক্রাইম থ্রিলার ‘বাজার’। সেখানে সেফ আলি খানের সঙ্গে অভিনয় করেছেন রাধিকা। থাকছেন চিত্রাঙ্গদা সিংহ, সৌরভ শুক্ল প্রমুখ।

Advertisement

‘বদলাপুর’ ছবির পর দ্বিতীয় বার জুটি বেঁধেছেন রাধিকা এবং পরিচালক শ্রীরাম রাঘবন। ‘শ্যুটআউট দ্য পিয়ানো প্লেয়ার’ নামের ছবিটিও ক্রাইম থ্রিলার। রাধিকার সঙ্গে সেই ছবিতে রয়েছেন আয়ুষ্মান খুরানা এবং তব্বু।

এ ছাড়াও বেশ কয়েকটি ছবি রয়েছে রাধিকার হাতে। অনুরাগ কশ্যপের সঙ্গে তাঁর একটি ছবির কথা চলছে বেশ কিছু দিন ধরেই। সম্প্রতি অভিনেত্রী নিজেই স্বীকার করেছেন যে, ‘স্লামডগ মিলিয়নেয়ার’ খ্যাত দেব পটেলের সঙ্গেও তিনি একটি ছবি করছেন। তবে সেই ছবি সম্পর্কে বিস্তারিত খবর তিনি নিজেই জানাবেন কিছু দিন পর।

আবার একটি হরর ফিল্মের কাজও শেষ করেছেন রাধিকা। ফ্যান্টমের প্রযোজনায় সেই ছবির শ্যুটিং হয়েছে কবরখানায়। সম্ভবত মার্চেই মুক্তি পাবে ছবিটি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement