Entertainment News

ডনের জন্মদিন, সেলিব্রেট করলেন সোহম!

না! এর সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের কোনও সম্পর্ক নেই। ডন হল অভিনেতার দু’বছরের ছেলে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ জুলাই ২০১৮ ১২:৪৮
Share:

সোহম। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

হেডলাইনে কোনও ভুল নেই। আপনি ঠিকই পড়ছেন। ডনের জন্মদিন সেলিব্রেট করলেন সোহম। হ্যাঁ, অভিনেতা সোহম। কিন্তু ডন কে?

Advertisement

না! এর সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের কোনও সম্পর্ক নেই। ডন হল অভিনেতার দু’বছরের ছেলে। যার ভাল নাম আয়াংশ। কিন্তু আদর করে সোহম তাঁকে ডন বলে ডাকেন।

গত শনিবার ছিল আয়াংশের জন্মদিন। দুই পেরিয়ে তিনে পা দিল খুদে। স্বভাবতই দিনটা খুবই স্পেশ্যাল ছিল অভিনেতার কাছে। তার ওপর গতকাল ছিল রথ। ফলে সেলিব্রেশনের জোড়া কারণ মজুত ছিল।

Advertisement

আরও পড়ুন ক্যানসারের সঙ্গে লড়াইয়ের কাহিনি প্রকাশ্যে আনলেন সোনালি

আরও পড়ুন ক্যানসারের সঙ্গে লড়াইয়ের কাহিনি প্রকাশ্যে আনলেন সোনালি 😀😘😘🎂🎉🎁🎈 (_)

আরও পড়ুন ক্যানসারের সঙ্গে লড়াইয়ের কাহিনি প্রকাশ্যে আনলেন সোনালি (_)

শনিবার সকালেই স্ত্রী এবং ছেলেকে নিয়ে কালীঘাটে পুজো দেন সোহম। তার পর মন্দিরে বাইরে শিশুদের উপহার হিসেবে চকোলেট দেন। ২০১২এ স্ত্রী তানিয়াকে বিয়ে করেন সোহম। দম্পতির আরও এক পুত্রসন্তান রয়েছে। 😊😘 (_)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement