যৌথ প্রযোজনায় এ বার সোহম-তিশা জুটি

ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার একটি ছবিতে এ বার অভিনয় করবেন সোহম এবং তিশা। ‘তোর নামে লিখেছি হৃদয়’ নামে একটি গল্প লিখেছিলেন তিশা। সেই গল্পের ভিত্তিতেই ছবিটি তৈরি হবে বলে জানা গিয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ মার্চ ২০১৬ ১১:৩৯
Share:

ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার একটি ছবিতে এ বার অভিনয় করবেন সোহম এবং তিশা। ‘তোর নামে লিখেছি হৃদয়’ নামে একটি গল্প লিখেছিলেন তিশা। সেই গল্পের ভিত্তিতেই ছবিটি তৈরি হবে বলে জানা গিয়েছে। যৌথভাবে ছবিটি প্রযোজনা করছে বাংলাদেশ থেকে এসএস মাল্টিমিডিয়া হাউস ও কলকাতার নায়াগ্রা এন্টারটেইনমেন্ট।

Advertisement

ছবিটির শুটিং আগামী ২ জুন থেকে ঢাকায় শুরু হবে। এই ছবিতে বাংলাদেশের মিশা সওদাগর, সুচরিতা, ডন এবং কলকাতার খরাজ মুখোপাধ্যায় এবং সুপ্রিয়র অভিনয়ও দেখবেন দর্শক। যৌথ প্রযোজনার নতুন এই ছবিটি পরিচালনা করছেন বাংলাদেশের অনন্য মামুন ও কলকাতার ভুবন চট্টোপাধ্যায়। নতুন এই জুটি নিয়ে আশাবাদী দু’দেশের দর্শক।

আরও পড়ুন: কলকাতার হাসপাতালে বাংলাদেশের অভিনেত্রী জয়া!

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement