Solanki-Gourab Pair Again

গুঞ্জন সত্যি, ধারাবাহিকে ফিরছেন শোলাঙ্কি রায়! বিপরীতে দেখা যাবে কোন খ্যাতনামী নায়ককে?

সব ঠিক থাকলে পুজো মিটলেই দেখা দেবেন তিনি। আবার তাঁর বিপরীতে চেনা নায়ক। কে তিনি?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫ ১৬:২৯
Share:

আবার ছোটপর্দায় সোলাঙ্কি রায়? ছবি: ফেসবুক।

যাঁদের বড়পর্দায় দেখা যাচ্ছিল তাঁরা ফের ছোটপর্দামুখী। যেমন, জীতু কমল, রণিতা দাশ, দিতিপ্রিয়া রায়, ইন্দ্রজিৎ বসু, মধুমিতা সরকার, বিক্রম চট্টোপাধ্যায়, ঐন্দ্রিলা সেন। অর্থাৎ, তালিকা ছোট নয়। সেই তালিকায় নয়া সংযোজন শোলাঙ্কি রায়। সব ঠিক থাকলে শারদীয়ার পর ফিরছেন তিনি। খবর, প্রযোজক স্নিগ্ধা বসুর নতুন ধারাবাহিকে নায়িকার ভূমিকায় দেখা যাবে তাঁকে।

Advertisement

শোলাঙ্কিকে ছোটপর্দায় শেষ দেখা গিয়েছিল স্নিগ্ধারই জনপ্রিয় ধারাবাহিক ‘গাঁটছড়া’তে। তিন ভাই এবং তিন বোনের গল্প নিয়ে তৈরি ওই ধারাবাহিকে তাঁর নায়ক গৌরব চট্টোপাধ্যায়। টেলিপাড়ার গুঞ্জন, সেই জুটিকেই নাকি ফেরাচ্ছেন অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টের অন্যতম কর্ণধার।

যা রটেছে সেটাই কি ঘটতে চলেছে? আনন্দবাজার ডট কম জানতে চেয়েছিল স্নিগ্ধার কাছে। তিনি অস্বীকার করেননি। বলেছেন, “অনেক দিন ধরে চ্যানেল কর্তৃপক্ষ শোলাঙ্কি-গৌরবকে ফিরিয়ে আনার অনুরোধ জানাচ্ছিলেন। ধারাবাহিক ‘গাঁটছড়া’য় প্রথম জুটি বেঁধেই জনপ্রিয় ওঁরা।” প্রযোজক আরও জানিয়েছেন, এ বার তিনি দুই বোনের গল্প দেখাবেন। তাদের একজন শোলাঙ্কি। ধারাবাহিকটি দেখা যাবে স্টার জলসায়।

Advertisement

আবারও বিপরীতে গৌরব চট্টোপাধ্যায়। ছবি: ফেসবুক।

সকলে যখন পুজোর আগে নতুন ধারাবাহিক আনতে ব্যস্ত তখন স্নিগ্ধা সময় নিচ্ছেন কেন? প্রথম সারির আরও একটি চ্যানেল জি বাংলায় আগামীকাল, অর্থাৎ সোমবার থেকে দুই বোনের একটি ধারাবাহিক শুরু হতে চলেছে। নাম ‘জোয়ার ভাটা’। শোনা যাচ্ছে, দর্শক দুই ধারাবাহিকের গল্পে যাতে মিল খুঁজে না পান সেই জন্যই নাকি প্রযোজকের এই পদক্ষেপ! এ কথা যদিও মানতে নারাজ স্নিগ্ধা। তাঁর মতে, পুজো কাটিয়ে খুশিমনে সকলে কাজ শুরু করবেন— তাই এই পদক্ষেপ।

এখানেই শেষ নয়। খবর, জি বাংলার জন্যও তিনি আর একটি ধারাবাহিক আনতে চলেছেন। যদিও এখনই সে বিষয়ে কথা বলতে নারাজ তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement