Entertainment News

বিক্রম-ঐন্দ্রিলার সঙ্গে এ বার ‘ফাগুন বউ’তে শোলাঙ্কিও?

ফের টিভিতে ফিরছেন বিক্রম-শোলাঙ্কি। তবে জুটি হিসেবে নয়। তা হলে কী ভাবে ফিরছেন তাঁরা?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ নভেম্বর ২০১৮ ১৬:০৩
Share:

‘ফাগুন বউ’-এর দৃশ্যে বিক্রম-ঐন্দ্রিলা (বাঁদিকে), এ বার যোগ দিচ্ছেন শোলাঙ্কি।

‘অনুরাগ-মেঘলা’কে মনে আছে? বাঙালি দর্শকের সন্ধের ড্রইংরুম এক সময় মেতে থাকত এই জুটিকে নিয়ে। সৌজন্যে এক সময়ের জনপ্রিয় ধারাবাহিক ‘ইচ্ছেনদী’। বিক্রম চট্টোপাধ্যায় এবং শোলাঙ্কি রায়ের জুটি তুমুল জনপ্রিয় হয়েছিল। ফের যদি টিভির পর্দায় এক সঙ্গে দেখতে পান তাঁদের?

Advertisement

হ্যাঁ, ফের টিভিতে ফিরছেন বিক্রম-শোলাঙ্কি। তবে জুটি হিসেবে নয়। তা হলে কী ভাবে ফিরছেন তাঁরা?

এই মুহূর্তে জনপ্রিয় ধারাবাহিক ‘ফাগুন বউ’-এ অভিনয় করছেন বিক্রম চট্টোপাধ্যায়। তাঁর সঙ্গে জুটি হিসেবে ফিরেছেন ঐন্দ্রিলা সেন। সেই ধারাবাহিকেই এ বার এন্ট্রি নিতে চলেছেন শোলাঙ্কি। তা হলে কি বিক্রমের সঙ্গে জুটি হিসেবেই দেখা যাবে তাঁকে?

Advertisement

আরও পড়ুন, ঋতব্রত-সৌরসেনী কি এই জেনারেশনের অপু-দুর্গা?

শোলাঙ্কি বললেন, ‘‘ফাগুন বউতে খুব গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছি। তবে বিক্রমের জুটি হিসেবে নয়। ওর অলরেডি একজন জুটি রয়েছে। তবে পজিটিভ ক্যারেক্টার। আর সে বিক্রমের জীবনে খুব গুরুত্বপূর্ণ। সবে তো টেলিকাস্ট শুরু হবে। এখন এর থেকে বেশি কিছু বললে সাসপেন্সটা নষ্ট হয়ে যাবে।’’

আরও পড়ুন, দেখুন রণবীর দীপিকার বিয়ের ফোটো অ্যালবাম

‘ফাগুন বউ’-এর মাধ্যমে বহুদিন পরে জুটি হিসেবে কামব্যাক করেছেন বিক্রম-ঐন্দ্রিলা। বিক্রম-শোলাঙ্কিও জুটি হিসেবে খুব জনপ্রিয়। নতুন করে শোলাঙ্কির চরিত্র এই ধারাবাহিকের গল্পে নতুন কী মোড় আনে, সেটাই এখন দেখার।

(টলিউডের প্রেম, টলিউডের বক্স অফিস, বাংলা সিরিয়ালের মা-বউমার তরজা -বিনোদনের সব খবর আমাদের বিনোদন বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement