প্রাণের তারে বাঁধা গান

হিন্দু-মুসলমানের আইডেন্টিটি পলিটিক্সের বিষয়টাকে তাঁর ছবির মাধ্যমে ধরেছেন রঞ্জন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০১৯ ০০:০১
Share:

সোমলতা

শোনা গিয়েছিল, পরিচালক রঞ্জন ঘোষের ‘আহা রে’ ফুড মুভি। কিন্তু রঞ্জনের অন্যান্য ছবির মতো এ ছবিতেও পরত অনেক। হিন্দু-মুসলমানের আইডেন্টিটি পলিটিক্সের বিষয়টাকে তাঁর ছবির মাধ্যমে ধরেছেন রঞ্জন। তার জন্য নজরুল ইসলামের একটি দুর্লভ কবিতাকে গানে পরিণত করেছেন তিনি। কবিতাটি ‘আয় বেহেশতে কে যাবি আয়’।

Advertisement

গানে সুর করেছেন স্যাভি (শৌভিক গুপ্ত)। গানটি গাইবেন সোমলতা আচার্য চৌধুরী।

রঞ্জনের কথায়, ‘‘রিসার্চ করতে গিয়ে এই কবিতাটা খুঁজে পাই। এই সময়ের প্রেক্ষিতে হিন্দু-মুসলমান পরিচয়টা অপ্রাসঙ্গিক। তার চেয়েও গুরুতর সমস্যার মধ্য দিয়ে যাই আমরা। কবিতাটা আসলে বেহেশত অর্থাৎ একটা পারফেক্ট সোসাইটির কথা বলে, যেখানে পৌঁছনোর কথা আমরা ভাবি। সেই কারণেই কবিতাটিকে গানে রূপান্তর করা।’’

Advertisement

গানটি আরবীয় সুরে কম্পোজ় করেছেন স্যাভি। ছবির থিমের দাবিতেই। প্রধান দুই ভূমিকায় ঋতুপর্ণা সেনগুপ্ত এবং বাংলাদেশের আরফিন শুভ। ঋতুপর্ণার কথায়, ‘‘ছবিটা আপাতদৃষ্টিতে ফুড মুভি। কারণ আরফিন ছবিতে শেফ। আর আমার চরিত্রটি হোম ডেলিভারির রান্না করে। খাবারের মাধ্যমেই তাদের আলাপ হয়, কিন্তু এই দু’জন মানুষের সম্পর্ক কোনও দেশ-কাল-ধর্মের গণ্ডিতে বাঁধা থাকে না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন