Sonakshi Sinha

স্বামী জ়াহির মুসলিম, সোনাক্ষী নিজে হিন্দু, কোন ঈশ্বরে বিশ্বাসী শত্রুঘ্ন-কন্যা?

জ়াহির ইকবালকে বিয়ের পর সোনাক্ষী ধর্ম পরিবর্তন করেছেন কি না, বার বার সেই প্রশ্ন ওঠে। এ বার ঈশ্বরবিশ্বাস নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৫ ১৯:০১
Share:

(বাঁ দিকে) জ়াহির ইকবাল (ডান দিকে) সোনক্ষী সিন্হা। ছবি: সংগৃহীত।

দুটো আলাদা ধর্মের মানুষের মধ্যে বিয়ে বলিউডে নতুন নয়। শাহরুখ খান-গৌরী খান থেকে আলি ফজ়ল-রিচা চড্ডা, এমন অনেক দম্পতিই সুখে সংসার করছেন। গত বছর, অভিনেত্রী সোনাক্ষী সিন্‌হা বিয়ে করেন জ়াহির ইকবালকে। সেই থেকে বার বার সমালোচনার মুখে পড়ছেন নায়িকা। একাধিকবার প্রশ্ন উঠেছে তিনি বিয়ের পর ধর্ম পরিবর্তন করেছেন কি না! এ বার ঈশ্বরে বিশ্বাস নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।

Advertisement

ভিন্‌ধর্মের ছেলের সঙ্গে সম্পর্ক নাকি অভিনেত্রীর পরিবার প্রথমে মেনে নিতে চায়নি। কিন্তু হার মানেননি সোনাক্ষী বা জ়াহির কেউই। ২০২৪ সালের ২৩ জুন বিয়ে করেন তাঁরা। বিয়েতে ছিল না কোনও ধর্মীয় আচার। আইনি বিয়ে সেরে তাঁরা আয়োজন করেছিলেন প্রীতিভোজের। অভিনেত্রী বরাবর জানিয়েছেন, ধর্ম তাঁদের সম্পর্কের অন্তরায় কখনওই ছিল না। তাঁরা একে অপরের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। অভিনেত্রী যেমন নিয়াজ়ের সময় স্বামীর পাশে বসেন, তেমনই জ়াহিরকে দেখা গিয়েছে গণেশচতুর্থীর দিন আরতি করতে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান তিনি ঈশ্বরের মধ্যে কোনও ফারাক করেন না। সোনাক্ষীর কথায়, ‘‘আমি মনে করি আমার মনের মধ্যেই ঈশ্বর রয়েছে। আমি মনে মনে তাঁকে স্মরণ করে নিই। সেটাই যথেষ্ট আমার জন্য। আমার বিশ্বাস, কেউ একজন আছেন যিনি সর্বদা আমার খেয়াল রাখছেন।’’ সোনাক্ষী জানান তিনি ধর্মভীরু নন, বরং ঈশ্বরকে ভালবাসেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement