Sonakshi Sinha-Zaheer Iqbal

মহাশূন্যে মুখোমুখি, হাত মেলালেন সোনাক্ষী-জ়াহির! মাঝ আকাশে কোন উদ্‌যাপন তারকা দম্পতির?

বলিউডি দম্পতিদের থেকে বেশ খানিকটা আলাদা সোনাক্ষী সিন্‌হা ও জ়াকির ইকবাল। চলতি বছর ২৩ জুন বিয়ে সেরেছেন তাঁরা। এ বার দু’জনে ঝাঁপিয়ে পড়লেন আকাশ থেকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪ ১৪:২২
Share:

মাঝ আকাশে ভাসতে ভাসতে সোনাক্ষী সিন্‌হার সঙ্গে হাত মেলালেন জ়াহির ইকবাল। ছবি: সংগৃহীত।

হাতে হাত রেখে জীবনের পথে চলার প্রতিশ্রুতি— বাগ্‌দানের দু’বছর পূর্তি। কিন্তু সেই উদ্‌যাপন পৃথিবীর মাটিতে নয়, একেবারে মহাশূন্যে দিনটি পালন করলেন তারকাদম্পতি। একই ভাবে হাতে হাত রাখলেন, শূন্যে ভাসতে ভাসতে।

Advertisement

বলিউডি দম্পতিদের থেকে বেশ খানিকটা আলাদা সোনাক্ষী সিন্‌হা ও জ়াহির ইকবাল। চলতি বছর ২৩ জুন বিয়ে সেরেছেন তাঁরা। ভিন্ ধর্মের বিয়ে নিয়ে কম জলঘোলা হয়নি। তবু দীর্ঘ দিনের প্রেমিককে নিয়ে দিব্যি রয়েছেন সোনাক্ষী। সুখে সংসার করছেন। অন্তত সমাজমাধ্যমে তাঁদের প্রকাশিত ছবি থেকে সে কথাই স্পষ্ট। দু’জনের সম্পর্কে শুধু ভালবাসাই নয়, রয়েছে মিষ্টিমধুর খুনসুটিও।

শূন্যে ভাসছে সোনাক্ষী সিন্‌হা (বাঁ দিকে) ও জ়াহির খান (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

এ বার দু’জনে ঝাঁপিয়ে পড়লেন আকাশ থেকে। মঙ্গলবার দুপুরে ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো ভাগ করে নিয়েছেন তাঁরা। সেখানে দেখা গিয়েছে, হেলিকপ্টার থেকে ঝাঁপিয়ে পড়ছেন জ়াহির। তার পর তিনি ভাসতে শুরু করছেন শূন্যে। খানিক পরে দেখা যায় সোনাক্ষীকে। এক সময় ধরেও ফেলেন তাঁরা পরস্পরের হাত। নীচে তখন দুরন্ত ঘূর্ণির পাক। ঘুরে চলেছে সাদা মেঘের দল, সমুদ্র, সবুজ বন আর মানুষের বসতি— পৃথিবী।

Advertisement

এমন একটি ভিডিয়ো ভাগ করে সোনাক্ষী লিখেছেন, “৩০ ডিসেম্বর ২০২২ সালে আমরা বাগ্‌দত্ত হয়েছিলাম। দু’বছর পর আমরা সিদ্ধান্ত নিলাম বিমান থেকে ঝাঁপিয়ে পড়ব! উচ্চতম পর্যায়ে আমাদের সেরা বছর ২০২৪-কে বিদায় জানাব... আমি ভীষণ উদ্‌গ্রীব ২০২৫-এর ভাঁড়ারে আমাদের জন্য কী সঞ্চিত রয়েছে তা জানতে! সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা!”

সোনাক্ষীর এমন ভিডিয়ো দেখে উত্তেজনা প্রশমন করতে পারেননি মণীষা কৈরালা। মন্তব্য বাক্সে তিনি লিখেছেন, “উহহু তোমরা তো আমার স্কাইডাইভিংয়ের স্বপ্ন পূরণ করে ফেললে! দারুণ।” এক অনুরাগী আবার লিখেছেন, “আমার দেখা সবচেয়ে দুঃসাহসী দম্পতি”। কেউ কেউ তাঁদের বলিউডে সব থেকে সুখী দম্পতি হিসাবে ব্যাখ্যা করেছেন।

এই মুহূর্তে সোনাক্ষী-জ়়াহির বিশ্ব পর্যটনে বেরিয়েছেন। তাঁরা সিঙ্গাপুর থেকে ফিলিপিনস, ইটালি, নিউইয়র্কের রাস্তায় ঘুরে বেড়িয়েছেন আর দারুণ সব মহূর্ত ভাগ করে নিয়েছেন সমাজমাধ্যমে। এখন অস্ট্রেলিয়ায় রয়েছেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement