Entertainment News

বিয়ের প্ল্যান নিয়ে কী বললেন সোনম?

না! ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলতে বরাবরই তাঁর ঘোরতর আপত্তি। তবে তাঁর দিল্লিবাসী ব্যবসায়ী বয়ফ্রেন্ডকে নিয়েও জোর জল্পনা চালু রয়েছে বলিউডে। কিন্তু, সে সব টপকে এ বার নিজের বিয়ের প্ল্যান নিয়ে কথা বললেন সোনম কপূর।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৬ ১৩:১৯
Share:

পালিয়ে বিয়ে করতে চান সোনম? ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

না! ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলতে বরাবরই তাঁর ঘোরতর আপত্তি। তবে তাঁর দিল্লিবাসী ব্যবসায়ী বয়ফ্রেন্ডকে নিয়েও জোর জল্পনা চালু রয়েছে বলিউডে। কিন্তু, সে সব টপকে এ বার নিজের বিয়ের প্ল্যান নিয়ে কথা বললেন সোনম কপূর। তাঁর মতে, পালিয়ে গিয়ে বিয়ে করা নাকি বেশ ভাল আইডিয়া। কারণ এতে নাকি ঝক্কি অনেক কম থাকে।

Advertisement

‘‘আমি জানি না কবে বিয়ে করব, তবে সারা ক্ষণ আমাদের এত মেকআপ করে থাকতে হয় তাতে বিয়ের দিন একদম সিম্পল ড্রেস পরার ইচ্ছে রয়েছে। যাতে খুব হাল্কা ভাবে শুধু মজা করতে পারি’’— দিল্লির একটি ওয়েডিং স্টোরের উদ্ধোধনে গিয়ে হাসতে হাসতে বললেন সোমন। যদিও বিয়ের পোশাক নিয়ে এখনও কোনও ভাবনাচিন্তা নেই অনিল-কন্যার। তবে, অনামিকা খন্নার ডিজাইন তাঁর পছন্দের।

আরও পড়ুন, লিড রোলের জন্য সেক্সুয়াল ফেভার চাওয়া হয়েছিল এই নায়িকার কাছে?

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement