রাধে মাকে কালীর সঙ্গে তুলনা করলেন সোনু!

তিনি মহিলা। সে কারণেই কী তাঁর পোশাক অথবা সাধনা পদ্ধতি নিয়ে এত বিতর্ক? তিনি স্বঘোষিত ধর্মগুরু রাধে মা। আর তাঁকে নিয়ে এই নতুন বিতর্ক উস্কে দিলেন সংগীত শিল্পী সোনু নিগম।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ অগস্ট ২০১৫ ১৯:২৭
Share:

তিনি মহিলা। সে কারণেই কী তাঁর পোশাক অথবা সাধনা পদ্ধতি নিয়ে এত বিতর্ক? তিনি স্বঘোষিত ধর্মগুরু রাধে মা। আর তাঁকে নিয়ে এই নতুন বিতর্ক উস্কে দিলেন সংগীত শিল্পী সোনু নিগম।

Advertisement

দেশ জুড়ে এই মুহূর্তের অন্যতম চর্চার বিষয় রাধে মা। এ বার তাঁকে নিয়ে মুখ খুললেন সোনু। এই স্বঘোষিত এবং বিতর্কিত ধর্মগুরুকে সমর্থন করে একাধিক টুইট করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় যে ভাবে রাধে মা’র সম্পর্কে নেগেটিভ প্রচার হচ্ছে টুইটে তার বিরোধিতা করেন সোনু। তাঁর মতে, এই ধরনের বিতর্কে সব সময়ই লিঙ্গ-বৈষম্য প্রাধান্য পায়, যা কখনই কাঙ্ক্ষিত নয়। এক্ষেত্রেও রাধা মা মহিলা বলেই তাঁকে এত হেনস্থা করা হচ্ছে। এর আগে পরিচালক সুভাষ ঘাইও রাধে মা-কে সমর্থনই করেছিলেন।

সাধনার নামে স্বল্পবাসে অশালীন নাচেরও অভিযোগ রয়েছে রাধে মা-র বিরুদ্ধে। কিন্তু স্বল্প পোশাকের সঙ্গে তাঁর সাধনার কী সম্পর্ক, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন সোনু। পোশাক-বিতর্কে তিনি রাধে মার সঙ্গে মা-কালীর তুলনা টেনে লিখেছেন,‘যে দেশে মা-কালী, রাধে মা-র থেকেও স্বল্পবাসে ঈশ্বর-রূপে পূজিত হন, সে দেশে শুধুমাত্র পোশাকের জন্য এক মহিলাকে দোষী সাব্যস্ত করাটা অদ্ভুত।’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন