অন্ধ ভিক্ষুক হয়ে পথে পথে গান গাইলেন সোনু!

গায়ে ময়লা ছেঁড়া জামাকাপড়। জরাজীর্ণ মুখ। চোখে কালো গ্লাসের চশমা। মাথায় উস্কোখুস্কো কাঁচাপাকা চুল। হাতে একটা ভাঙা হারমোনিয়ম। কখনও গাছতলায়, কখনও ফুটপাথে বসে গান গাইছেন। ইনি কে? ইনিই কি সেই ম্যাজিক্যাল ভয়েসের মালিক সোনু নিগম? অসম্ভব!

Advertisement
শেষ আপডেট: ১৮ মে ২০১৬ ১৪:৫৩
Share:

গায়ে ময়লা ছেঁড়া জামাকাপড়। জরাজীর্ণ মুখ। চোখে কালো গ্লাসের চশমা। মাথায় উস্কোখুস্কো কাঁচাপাকা চুল। হাতে একটা ভাঙা হারমোনিয়ম। কখনও গাছতলায়, কখনও ফুটপাথে বসে গান গাইছেন। ইনি কে? ইনিই কি সেই ম্যাজিক্যাল ভয়েসের মালিক সোনু নিগম? অসম্ভব!

Advertisement

কিন্তু এমন অসম্ভবকেই সম্ভব করলেন তিনি। সোনুজি। সম্প্রতি অপলোড হওয়া একটি ভিডিওতে এমনই নয়া অবতারে দেখা যাচ্ছে সোনুকে। আর সোশ্যাল মিডিয়ায় আসার সঙ্গে সঙ্গেই সেই ভিডিও ভাইরাল।

‘দ্য রোডসাইড উস্তাদ’ নামের এক ভিডিওতে ভিক্ষুকের বেশে কখনও মুম্বইয়ের, কখনও জুহুর রাস্তায় গান গাইলেন সোনু। কখনও ‘কল হো না হো’ কখনও ‘গজল’-এর সুর গুনগুন করলেন। আর পথচলতি মানুষদের প্রতিক্রিয়া হল ক্যামেরাবন্দি। কেউ পাশ কাটিয়ে চলে যাচ্ছেন, কেউ থমকে দাঁড়াচ্ছেন, কেউ মুগ্ধ, কেউ রেকর্ড করছেন ভিক্ষুকবেশী তাঁদের প্রিয় গায়কের গান। কেউ নাস্তা করার জন্য লুকিয়ে দিলেন ১২টাকা। ঘরে এসে সেই টাকা সোনুজি বাঁধিয়ে টাঙিয়ে দিলেন ঘরের দেওয়ালে।

Advertisement

দেখুন সেই মন ছুঁয়ে যাওয়া ভিডিও

আরও পড়ুন: একটা ঘরের মধ্যেই হয়েছিল ‘জঙ্গল বুক’-এর শুটিং!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন