কলকাতাবাসীকে জোর ধমক সোনুর। ছবি: সংগৃহীত।
৯ ফেব্রুয়ারি কলকাতায় অনুষ্ঠানে করতে এসেছিলেন সোনু নিগম। প্রায় মাস দুয়েক আগে থেকেই সোনুর এই একক অনুষ্ঠানের টিকিট বিক্রি শুরু হয়েছিল। এমনই চাহিদা ছিল, যে অনুষ্ঠানের স্থান পরিবর্তন করে ফেলতে বাধ্য হন আয়োজকেরা। রাজারহাটে অনুষ্ঠানমাঠ ছিল দর্শক ঠাসা। নির্দিষ্ট সময়েই মঞ্চে ওঠেন সোনু, পরনে তাঁর সবুজ সোনালি স্যুট। একেবারে নিজস্ব ভঙ্গিমায় গান ধরলেন। কিন্তু গায়ককে দেখতে উদ্গ্রীব দর্শক বার বার আসন ছেড়ে দাঁড়িয়ে পড়তে শুরু করেন, আর তাতেই ক্ষুব্ধ হন গায়ক।
দিন কয়েক আগেই পুণেতে অনুষ্ঠান করতে গিয়ে কোমরের পেশিতে টান ধরে যায় গায়কের। মাঝপথে গান থামাতে বাধ্য হন। এ বার কলকাতায় এসে মেজাজ হারালেন তিনি।
মাপা সময়ে অনুষ্ঠান, তার মধ্যেও থাকে দর্শকদের ফরমায়েশ। কথা রাখতে হয় গায়ককে। অভিযোগ, এ দিনের অনুষ্ঠানে নাকি মাঝেই মাঝেই আসন ছেড়ে উঠে আসছিলেন একাংশের দর্শক। খানিক বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তাতেই রেগে যান গায়ক। তিনি মাইক হাতে ধমক দিয়ে দর্শকদের বলেন, ‘‘এত যখন শখ দাঁড়িয়ে থাকার, যান না, ভোটে দাঁড়ান!” তার পর নিজেই দর্শকদের বসে পড়ার অনুরোধ করেন। তিনি বলেন, “তাড়াতাড়ি বসুন, আমার সময় চলে যাচ্ছে। এর পর এত গান গাইতে হবে।’’ জোর বকুনি দিয়ে বলেন, ‘‘একদম চুপ করে বসবেন।’’
গায়কের এই ভিডিয়ো ভাইরাল হয় যায় সমাজমাধ্যমে। যদিও বকাঝকা খাওয়ার পর অবশ্য সোনুর গানের জাদুতে বুঁদ কলকাতাবাসী।