Entertainment News

আজান নয়, তাঁর আপত্তি লাউডস্পিকারে, দাবি সোনুর

‘আজান’ নিয়ে বিতর্কিত টুইটের জেরে সোমবার সোশ্যাল মিডিয়ায় দিনভর ট্রোলড হয়েছেন গায়ক সোনু নিগম। সেই ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করতে ফের টুইট করলেন সোনু। মঙ্গলবার তিনি লেখেন, ‘…আপনার স্ট্যান্ড দেখে বোঝা যায় আপনার আইকিউ। আমি বলেছিলাম মসজিদ এবং মন্দিরে লাউডস্পিকার বাজানো উচিত নয়।’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০১৭ ১৮:২৯
Share:

‘আজান’ নিয়ে বিতর্কিত টুইটের জেরে সোমবার সোশ্যাল মিডিয়ায় দিনভর ট্রোলড হয়েছেন গায়ক সোনু নিগম। সেই ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করতে ফের টুইট করলেন সোনু। মঙ্গলবার তিনি লেখেন, ‘…আপনার স্ট্যান্ড দেখে বোঝা যায় আপনার আইকিউ। আমি বলেছিলাম মসজিদ এবং মন্দিরে লাউডস্পিকার বাজানো উচিত নয়।’

Advertisement

আরও পড়ুন আজান নিয়ে প্রশ্ন তুলে বিতর্কে সোনু

মুম্বইতে সোনু যেখানে থাকেন তার ঠিক সামনেই একটি মসজিদ রয়েছে। প্রতি দিন ভোরে আজানের শব্দে তাঁর ঘুম ভাঙে এমনটাই তাঁর দাবি। আর সেই আজান নিয়ে বিরক্তি জানাতে গিয়ে সোনু প্রথমে ‘ঈশ্বর সকলের মঙ্গল করুন’ লিখে গতকাল টুইট শুরু করেছিলেন। কিন্তু তার পরেই কয়েকটি বাক্য জুড়ে দেন। লেখেন তিনি মুসলিম নন। অথচ প্রতি দিন সকালে আজানের আওয়াজে তাঁর ঘুম ভাঙে। এর পরেই তাঁর প্রশ্ন ‘জোর করে এ ভাবে ধর্মের সশব্দ ঘোষণা এ দেশে কবে বন্ধ হবে?’ এখানেই সোনু থামেননি। মিনিট পাঁচেক পরের এক টুইটে লিখেছেন ‘মহম্মদ যখন ইসলাম সৃষ্টি করেন তখন তো বিদ্যুৎ ছিল না। তা হলে এখন এই চিত্কারচ্যাঁচামেচি কেন সহ্য করতে হবে?’ & আরও পড়ুন আজান নিয়ে প্রশ্ন তুলে বিতর্কে সোনু

Advertisement

আরও পড়ুন আজান নিয়ে প্রশ্ন তুলে বিতর্কে সোনু

মুম্বইতে সোনু যেখানে থাকেন তার ঠিক সামনেই একটি মসজিদ রয়েছে। প্রতি দিন ভোরে আজানের শব্দে তাঁর ঘুম ভাঙে এমনটাই তাঁর দাবি। আর সেই আজান নিয়ে বিরক্তি জানাতে গিয়ে সোনু প্রথমে ‘ঈশ্বর সকলের মঙ্গল করুন’ লিখে গতকাল টুইট শুরু করেছিলেন। কিন্তু তার পরেই কয়েকটি বাক্য জুড়ে দেন। লেখেন তিনি মুসলিম নন। অথচ প্রতি দিন সকালে আজানের আওয়াজে তাঁর ঘুম ভাঙে। এর পরেই তাঁর প্রশ্ন ‘জোর করে এ ভাবে ধর্মের সশব্দ ঘোষণা এ দেশে কবে বন্ধ হবে?’ এখানেই সোনু থামেননি। মিনিট পাঁচেক পরের এক টুইটে লিখেছেন ‘মহম্মদ যখন ইসলাম সৃষ্টি করেন তখন তো বিদ্যুৎ ছিল না। তা হলে এখন এই চিত্কারচ্যাঁচামেচি কেন সহ্য করতে হবে?’ &

দ্বিতীয় টুইটের পরেও সোনু একই কায়দায় ব্যাট করে গিয়েছেন। তিনি যে শুধু মুসলমানদের আক্রমণ করতে চান না সে কথা বোঝাতে গিয়ে সোনু লিখছেন, ‘মন্দির বা গুরুদ্বারেও ভোরবেলা আলো জ্বালিয়ে অন্য ধর্মের মানুষের ঘুম ভাঙিয়ে দেওয়াতেও আমি বিশ্বাস করি না।’ এর পরেই তিনি দু’টি শব্দ লিখেছেন, ‘সত্?’ ‘সত্যি?’ আর তাতেও বিভ্রান্তি ছড়িয়েছে। অনেকের মতে, তিনি ব্যঙ্গ করেছেন ওই দু’টি শব্দে। চতুর্থ অর্থাত্ শেষ টুইটেও সোনু আক্রমণাত্মক ছিলেন। গোটা ব্যাপারটিকে ‘এটা গুন্ডাগর্দি, ব্যস’ বলে মন্তব্য করেন গায়ক।

আরও পড়ুন, সমনামী হওয়ায় ‘নিগম’-এর বদলে ট্রোলড হলেন ‘সুদ’

সোনুর এই মন্তব্যের পরেই সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় ওঠে। তাঁর মন্তব্যকে সমর্থন করার পাশাপাশি প্রচুর মানুষ তাঁর সমালোচনাও করেন। সেটা সামলাতেই সোনু আজ ফের টুইট করলেন বলে মনে করছেন ইন্ডাস্ট্রির একটা বড় অংশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন