Sonu Sood

‘মুখ থেকে ফেলুন ওটা!’ চায়ের দোকানে দাঁড়িয়ে এক ব্যক্তিকে ‘শিক্ষা’ দিলেন সোনু

কখনও দুঃস্থ পড়ুয়াদের পাশে থাকায়, কখনও রোগীর সেবায় নাম উঠে আসে অভিনেতা সোনু সুদের। গত ৩ বছর ধরে জনসেবাকেই ব্রত হিসাবে নিয়েছেন ‘সম্রাট পৃথ্বীরাজ’-এর নায়ক। এ বার কী করলেন?

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৩ ১৯:৩২
Share:

পান-মশলার দোকানের মালিকের উদ্দেশে সোনুকে বলতে শোনা যায়, “ওঁকে আর এগুলো বেচবেন না। পরিবার আছে ওঁর।” ছবি:ইনস্টাগ্রাম

মানবদরদি হিসাবে সুনাম রয়েছে অভিনেতা সোনু সুদের। মানুষের বিপদে-আপদে তো ঝাঁপিয়ে পড়েনই, সঙ্গে সহবতও শেখান। সম্প্রতি তাঁর এক কীর্তিতে আবারও ধন্য ধন্য করছেন অনুরাগীরা। কী করেছেন সোনু?

Advertisement

সম্প্রতি এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে চা-সিগারেটের দোকানে দাঁড়িয়ে এক জনের সঙ্গে কথা বলতে দেখা যায় সোনুকে। সেই ব্যক্তি গুটখা চিবোচ্ছিলেন। সোনু “কী খাচ্ছেন?” জিজ্ঞাসা করতেই অপ্রস্তুত হয়ে পড়েন তিনি। পালাতে চান। কিন্তু থামিয়ে দেন সোনু। বলেন, “দাঁড়ান। আপনার তো পরিবার আছে। কেন নিজের জীবনটা নষ্ট করছেন? গুটখা স্বাস্থ্যের পক্ষে কতটা ক্ষতিকর জানেন কি? এর জন্য তো আপনার পরিবার ক্ষতিগ্রস্ত হবে। সেটা ভাবছেন না?” সেই ব্যক্তি তখন ঘাড় ঝুঁকিয়ে দাঁড়ান। সোনু বলেন, “ফেলুন মুখ থেকে!” তার পরই মুখ থেকে গুটখা ফেলে দেন সেই ব্যক্তি।

এর পর পান-মশলার দোকানের মালিকের উদ্দেশে সোনুকে বলতে শোনা যায়, “ওঁকে আর এগুলো বেচবেন না। পরিবার আছে ওঁর।”

Advertisement

কখনও দুঃস্থ পড়ুয়াদের পাশে থাকায়, কখনও রোগীর সেবায় নাম উঠে আসে অভিনেতা সোনু সুদের। গত ৩ বছর ধরে জনসেবাকেই ব্রত হিসাবে নিয়েছেন ‘সম্রাট পৃথ্বীরাজ’-এর নায়ক। অতিমারি আবহে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফিরিয়েছেন তিনি। বছর শেষে বিহারের তরুণী প্রিয়ঙ্কা গুপ্তকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করেছিলেন সোনু। চায়ের দোকান খুলতে চেয়েছিলেন প্রিয়ঙ্কা, যা তাঁকে খুলতে দিচ্ছিলেন না স্থানীয় রাজনৈতিক নেতারা। এগিয়ে এসেছিলেন সোনু। প্রিয়ঙ্কার দোকান সাজিয়ে দিয়ে টুইট করেছিলেন, “প্রিয়ঙ্কার দোকান প্রস্তুত। কেউ তাঁকে উঠে যেতে বাধ্য করতে পারবেন না। আমি খুব তাড়াতাড়ি আসব ওঁর দোকানে চা খেতে।” সোনুর পোস্টে আপ্লুত অনুরাগীরা ভালবাসায় ভরিয়ে দিয়েছিলেন। শুভেচ্ছা জানিয়েছিলেন ‘গ্র্যাজুয়েট চায়ওয়ালি’ প্রিয়ঙ্কাকেও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন