শ্বাসযন্ত্রে সংক্রমণ, হাসপাতালে ভর্তি সৌমিত্র

হাসপাতালের বিবৃতিতে জানানো হয়েছে, শ্বাসযন্ত্রে সংক্রমণ নিয়ে এ দিন সকাল সাড়ে ৯টা নাগাদ সৌমিত্রবাবুকে ভর্তি করানো হয়। আইসিইউ-এ কড়া নজরদারির মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসক সুনীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এক দল ডাক্তার তাঁর চিকিৎসা করছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৫ অগস্ট ২০১৯ ০৪:১৮
Share:

সৌমিত্র চট্টোপাধ্যায়। ফাইল চিত্র।

ধুমজ্বর আর তীব্র শ্বাসকষ্টে বুধবার সকালে কাহিল হয়ে পড়েছিলেন তিনি। ৮৬ বছরের বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে তার পরেই ইএম বাইপাসের ধারের একটি হাসপাতালে ভর্তি করানো হয়।

Advertisement

হাসপাতালের বিবৃতিতে জানানো হয়েছে, শ্বাসযন্ত্রে সংক্রমণ নিয়ে এ দিন সকাল সাড়ে ৯টা নাগাদ সৌমিত্রবাবুকে ভর্তি করানো হয়। আইসিইউ-এ কড়া নজরদারির মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসক সুনীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এক দল ডাক্তার তাঁর চিকিৎসা করছেন। হাসপাতাল সূত্রের খবর, সৌমিত্রবাবু ‘ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজ়অর্ডার’ বা ফুসফুসের সমস্যার শিকার। নিউমোনিয়ারও লক্ষণ আছে ডান দিকের ফুসফুসে। প্রবীণ শিল্পীকে ঘণ্টায় ঘণ্টায় নেবুলাইজ়েশনের মধ্যে রাখা হচ্ছে। নবান্নে মুখ্যমন্ত্রীর দফতর থেকে এ দিন দফায় দফায়
হাসপাতালে ফোন করে অসুস্থ শিল্পীর খোঁজ নেওয়া হয়েছে বলে জানান পরিবারের লোকজন। সৌমিত্রবাবুর মেয়ে পৌলোমী বসু বলেন, ‘‘বাবার শরীরটা সকালে খুবই খারাপ হয়েছিল। এখন তার থেকে অনেক ভাল আছেন। বিকেলে মা (দীপা চট্টোপাধ্যায়) গিয়েছিলেন। তখন খানিক ক্ষণ কথাও বলেছেন।’’

টালিগঞ্জের অন্যতম প্রবীণ তথা দেশে-বিদেশে নন্দিত ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কারপ্রাপ্ত বাঙালি অভিনেতার শারীরিক অবস্থা নিয়ে চলচ্চিত্রজগতেও দিনভর উৎকণ্ঠা ছিল। অপর্ণা সেন, প্রসেনজিৎ-সহ অনেকেই সৌমিত্রবাবুর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। ‘‘ডাক্তারেরা বলছেন, বাবা ওষুধে সাড়া দিচ্ছেন। উনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেই বাড়িতে নিয়ে যাব। অপেক্ষায় আছি,’’ বললেন সৌমিত্র-কন্যা পৌলোমী।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন