অতীত ছেড়ে...

শোনা যাচ্ছে, ডিভোর্স দেওয়ার জন্য নুসরতের কাছে ভিক্টর মোটা অঙ্কের টাকা দাবি করেছিলেন।

Advertisement
শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০১৯ ০০:০৬
Share:

নুসরত।

যে সম্পর্ক তিনি কোনও দিনই স্বীকার করেননি, সেই সম্পর্ক থেকে নাকি অবশেষে আইনি ভাবে মুক্তি পেলেন নুসরত! শোনা যাচ্ছে, গত সপ্তাহে নুসরত জাহান এবং ভিক্টর ঘোষের মধ্যে আইনি বিচ্ছেদ হয়ে গিয়েছে।

Advertisement

প্রায় বছর পাঁচেক ধরে নুসরত এবং ভিক্টর দম্পতি। কিন্তু তাঁদের এই বিয়ের কথা কোনও দিনই প্রকাশ্যে আনেননি নায়িকা। ভিক্টরকে স্রেফ তাঁর ভাল বন্ধু হিসেবে পরিচয় দিতেন। কিন্তু গত বছর ভিক্টরের সঙ্গে নুসরতের সম্পর্কের অবনতি ঘটে। নায়িকার সঙ্গে এক প্রযোজকের ঘনিষ্ঠতা এবং তার পরে এক শাড়ি ব্যবসায়ীর সঙ্গে প্রেম— সব মিলিয়ে বিষয়টি ক্রমশ জটিল হয়ে যায়। ভিক্টরের কাছ থেকে বিচ্ছেদ চেয়ে আদালতের দ্বারস্থ হন নুসরত। শোনা যাচ্ছে, ডিভোর্স দেওয়ার জন্য নুসরতের কাছে ভিক্টর মোটা অঙ্কের টাকা দাবি করেছিলেন। চলতি বছরেই শাড়ি ব্যবসায়ীর সঙ্গে নুসরতের বিয়ের কথাও শোনা যাচ্ছে। সুতরাং ডিভোর্স পাওয়াটা নায়িকার দিক থেকে খুব জরুরি হয়ে পড়েছিল।

এ ব্যাপারে নুসরতকে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন, ‘‘যাঁরা আমার ডিভোর্স নিয়ে কথা বলছেন, আমার বিয়েতে কি তাঁরা খেতে এসেছিলেন? ইদানীং আমার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক গুজব রটেছে। এতে আমার বা আমার পরিবারের কিছু এসে যায় না। কথাগুলো আমরা মানিও না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement